‘সময় চলে এসেছে…’মমতাকে উদ্দেশ্য করে যশবন্ত সিনহার বিস্ফোরক বার্তা

রাষ্ট্রপতি নির্বাচন আবহে তৃণমূল কংগ্রেসের তরফে যাদের প্রার্থী করার জন্য প্রস্তাব রাখা হয়েছিল, সবাই মুখ ঘুরিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেস সহ সভাপতি যশবন্ত সিনহার বিস্ফোরক টুইট।…

Mamata Banerjee choose Yashwant Sinha for presidential election

রাষ্ট্রপতি নির্বাচন আবহে তৃণমূল কংগ্রেসের তরফে যাদের প্রার্থী করার জন্য প্রস্তাব রাখা হয়েছিল, সবাই মুখ ঘুরিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেস সহ সভাপতি যশবন্ত সিনহার বিস্ফোরক টুইট। শবন্ত সিনহা লিখেছেন,

I am grateful to Mamataji for the honour and prestige she bestowed on me in the TMC. Now a time has come when for a larger national cause I must step aside from the party to work for greater opposition unity. I am sure she approves of the step.

একে একে বিরোধীদের প্রস্তাব থেকে সরেছেন শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী এবং ফারুক আবদুল্লাহ। তবে কী এবার বিজেপি বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা 

মঙ্গলবার সকালেই বর্ষীয়ান নেতার ট্যুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে।নিজেই ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলে থাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এবার আমার কাজ দলীয় রাজনীতির উর্ধ্বে গিয়ে বৃহত্তর বিরোধী রাজনীতির দিকে নজর দেওয়া। আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই পদক্ষেপে সম্মতি দেবেন।

 

একসময় সাউথ ব্লকে কর্মরত দুঁদে আমলা যশবন্ত সিনহার ওপর বিশেষ নজর গিয়েছিল লালকৃষ্ণ আদবানি ও অটল বিহারী বাজপেয়ীদের। বিজেপিতে যোগ দিয়ে রাজনীতিতে এসে সামলেছেন বাজপেয়ী আমলের অর্থ ও বিদেশ মন্ত্রকের মতো কেন্দ্রীয় মন্ত্রীর পদ।

বাজপেয়ী জমানায় বিজেপি জোট শরিক তৃণমূল কংগ্রেস নেত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে যশবন্ত সিনহার। পরে মোদী জমানায় বর্ষীয়ান বিজেপি নেতাদের কোণঠাসা শুরু হয়। মোদী রাজনীতির বাইরে গিয়ে থেকে যশবন্ত সিনহা অন্তরালে থেকেছেন দীর্ঘ সময়।

গত বছর বিধানসভা নির্বাচনের সময় যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। তারপর থেকেই শরদ পাওয়ারের সঙ্গে দীর্ঘ বৈঠক করে বিরোধী রাজনীতির রুটম্যাপ তৈরি করেছিলেন তিনি।

সদ্য রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী দেওয়ার পরিকল্পনা শুরু হতেই যশবন্ত সিনহাকে নিয়ে আলোচনা গড়িয়েছিল। কিন্তু শরদ পাওয়ারের পর বিকল্পদের তালিকায় গোপালকৃষ্ণ গান্ধী এবং ফারুক আবদুল্লাহদের নিয়ে আলোচনা হয়। প্রকাশ্যে শিবসেনা জানিয়ে দিল দুই প্রার্থী শাসক শিবিরের সামনে আরও দুর্বল। এরপর ফারুক আবদুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী সরে যেতেই যশবন্ত সিনহাকে নিয়ে আলোচনা হয়। শোনা যাচ্ছে, আজ শরদ পাওয়ারের ডাকা বৈঠকে এবিষয়ে সবুজ সঙ্কেত দেবে সমস্ত বিরোধীরা।