ওমিক্রন আতঙ্কের মাঝে স্বস্তির খবর, একসাথে অনুমোদন পেল দুটি ভ্যাকসিন

News Desk: দেশে ওমিক্রন সংক্রমণ বাড়তেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। এই সময় করোনার এই নতুন প্রজাতির মোকাবিলায় একইসাথে করোনার দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হল। কেন্দ্রীয়…

News of relief amid the Omicron panic, two vaccines approved simultaneously

short-samachar

News Desk: দেশে ওমিক্রন সংক্রমণ বাড়তেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। এই সময় করোনার এই নতুন প্রজাতির মোকাবিলায় একইসাথে করোনার দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য টুইট করে একথা জানিয়েছেন।

   

সিডিএসসিও অর্থাৎ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন ভারতে করোনা প্রতিরোধে ব্যবহারের জন্য কর্বেভ্যাক্স ও কোভোভ্যাক্স ভ্যাকসিন দুটিকে অনুমোদন দিয়েছে। পাশাপাশি, জরুরীভিত্তিতে ব্যবহারের জন্য অ্যান্টি ভাইরাল ড্রাগ মলনুপিরাভিরও অনুমোদন পেয়েছে।

হায়দ্রাবাদের বায়োলজিক্যাল-ই সংস্থার তৈরি করোনার ভ্যাকসিন কর্বেভ্যাক্স ভারতে তৈরি প্রথম আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। একইসাথে কর্বেভ্যাক্স ভারতে তৈরি তৃতীয় ভ্যাকসিন।

অপর ভ্যাকসিন কোভোভ্যাক্সের নির্মাণকারী সংস্থা পুনের সিরাম ইনস্টটিউট অফ ইন্ডিয়া। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অ্যান্টি ভাইরাল ড্রাগ মনুপিরাভির দেশের ১৩ টি সংস্থা তৈরি করবে।

ওমিক্রন আতঙ্কের মাঝেই একসাথে দুটি ভ্যাকসিন এবং একটি অ্যান্টি ভাইরাল ড্রাগের অনুমোদন নিঃসন্দেহে বড় স্বস্তিকর ঘোষণা বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।