Covid-19: ২২৭ দিনে সর্বোচ্চ, নতুন বছরের শুরুতে আতঙ্ক বাড়াচ্ছে করোনা

নতুন বছরের শুরুতে আবার কোভিড (Covid-19) আতঙ্ক। দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফের সেই মাস্ক, ফের সেই করোনবিধি ফিরবে কিনা সেই ভয় জাঁকিয়ে বসছে সাধারণ…

Covid-19 virus

নতুন বছরের শুরুতে আবার কোভিড (Covid-19) আতঙ্ক। দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফের সেই মাস্ক, ফের সেই করোনবিধি ফিরবে কিনা সেই ভয় জাঁকিয়ে বসছে সাধারণ মানুষের মনে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪১ জন। যা গত ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ।

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ কেসের সংখ্যাও বাড়তে শুরু করেছে। একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪,৩০৯। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরালা, কর্ণাটক ও বিহারে নতুন করে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

গত ১৯ মে ভারতে নতুন করে ৮৬৫ টি কেস নথিভুক্ত হয়েছিল।চলতি মাসের ৫ ডিসেম্বর পর্যন্ত দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা দুই অঙ্কে নেমে এসেছিল, কিন্তু করোনা জেএন.১ এর নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব এবং ঠান্ডা আবহাওয়ার কারণে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

২০২০-সালের গোড়ার দিকে যখন মহামারীটি শীর্ষে পৌঁছেছিল তখন দৈনিক আক্রান্তের সংখ্যা লক্ষে পৌঁছে গিয়েছিল এবং তারপর থেকে প্রায় চার বছরে সারা দেশে ৪.৫ কোটিরও বেশি মানুষ সংক্রমিত হয়েছিল। গত তিন বছরে করোনায় মৃত্যু হয়েছে ৫.৩ লক্ষেরও বেশি মানুষের।

মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, ৪ কোটি ৪০ লাখেরও বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন এবং সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ।রিপোর্ট অনুযায়ী দেশে এখন পর্যন্ত ২২০.৬৭ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।