সমাজবাদী রাজনীতির যুগাবসান, প্রয়াত মুলায়ম সিং যাদব

সংকট কাটলনা বরং বড়সড় সংকট তৈরি করে সমাজবাদী পার্টির (Samajwadi Party) মুখিয়া তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুনায়ম সিং যাদব (Mulayam Singh) প্রয়াত হলেন। তাঁর…

সংকট কাটলনা বরং বড়সড় সংকট তৈরি করে সমাজবাদী পার্টির (Samajwadi Party) মুখিয়া তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুনায়ম সিং যাদব (Mulayam Singh) প্রয়াত হলেন। তাঁর প্রয়াণ সংবাদে যদুবংশের রাজনীতি যা মূলত উত্তর প্রদেশ ও বিহারকে বারবার রাজনৈতিক কারণে শিরোনামে এনেছে তার একটি অধ্যায় শেষ হয়ে গেল। 

২০১৯ সালে মইনপুরী কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি। লোকসভার অন্যতম বর্ষীয়ান সদস্য ছিলেন তিনি৷ বিধানসভা নির্বাচনেও প্রচারে এসে ঝড় তুলেছিলেন উত্তরপ্রদেশে। তবে সমাজবাদী পার্টি সরকারে আসেনি। কিন্তু মূল বিরোধী শক্তি হয়েছে।

মুলায়ম পুত্র অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালে দেখা করে এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব।

জোট কুশলী মুলায়ম: জেপি ভক্ত কুস্তিগীর থেকে ভোট আখড়ার পালোয়ান

বিরাট চমকদার রাজনৈতিক জীবনে নিজের দল সমাজবাদী পার্টির সূচনা করেছিলেন মুলায়ম সিং যাদব৷ কুস্তিগীর থেকে সত্তরের দশকে অন্যতম শক্তিশালী রাজনীতিবীদ হয়ে ওঠা মুলায়মের রাজনৈতিক জীবন সিনেমার থেকে কম কিছু নয়৷

রাজনৈতিক মহলে চালু কথা, যদুবংশের রাজনীতির দুই কুলপতি মুলায়ম সিং যাদব ও লালুপ্রসাদ যাদব। উত্তর প্রদেশ ও বিহার থেকে এই দুই ব্যক্তিত্বের জোট রাজনীতি বারবার সাড়া ফেলেছে। দুজনেই চরম বিজেপি বিরোধী নেতা।

কংগ্রেস ও বামপন্থীদের জোটে তৈরি ইউপিএ সরকার আমলে আইকে গুজরাল এবং এইচ ডি দেবেগৌড়ার মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ।

মুলায়ম প্রয়াণে সমাজবাদী রাজনীতির যুগাবসান হয়ে গেল। শোকাহত রাজনৈতিক মহল। এই রাজনৈতিক ভাবনার সূত্রপাত ঘটান জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়ার মতো সমাজতান্ত্রিক নেতারা। আর গুরু জয়প্রকাশের নেতৃত্বে মুলায়ম সিং যাদব, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, রামবিলাস পাসোয়ানের মতো নেতারা উঠে আসেন।

১৯৭৫ সালে প্ৰধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা অভ্যন্তরীণ আপতকালীন জরুরি অবস্থার প্রতিবাদে জেপি নেতৃত্বে গণ আন্দোলনে মুলায়ম সিং যাদব ছিলেন উত্তর প্রদেশের অন্যতম নেতা। জেপি প্রয়াণের পর তাঁর শিষ্যরা ভিন্ন রাজনৈতিক দল তৈরি করেন। আর মূলধারা সমাজবাদী পার্টির নামে উত্তর প্রদেশের রাজনীতি থেকে দিল্লিতে বারবার প্রভাব ফেলেছিলেন মুলায়ম সিং যাদব।

মুলায়মের নেতৃত্বে যে সমাজবাদী পার্টির বিরাট চেহারা হয় তার সঙ্গে আসলে সমাজবাদী রাজনীতির কতটা সংযোগ তা নিয়েও প্রশ্ন থাকবে। মুলায়ম সিং ছিলেন জোট কুশলী। তিনি বিজেপি বিরোধী জোটের অন্যতম নেতা। তাঁর সময়ে একাধিকবার দুর্নীতিতে জড়িয়েছে সমাজবাদী পার্টি।