ভয়াবহ এমপক্সের নতুন ভ্যারিয়েন্ট ক্লেড-১ এর খোঁজ মিলল ভারতেও

ভারতেও এবার প্রথম ধরা পড়ল এমপক্স (Mpox new variant) এর নতুন ভ্যারিয়েন্টের ক্লে়ড ১বি-এর সংক্রমণ। কেরলের মলপ্পুরমে এক ব্যক্তির শরীরে এমপক্সের ক্লে়ড ১বি-র সংক্রমণ ধরা…

Mpox new variant first case found in kerala india

ভারতেও এবার প্রথম ধরা পড়ল এমপক্স (Mpox new variant) এর নতুন ভ্যারিয়েন্টের ক্লে়ড ১বি-এর সংক্রমণ। কেরলের মলপ্পুরমে এক ব্যক্তির শরীরে এমপক্সের ক্লে়ড ১বি-র সংক্রমণ ধরা পড়েছে। এমপক্সের এই ভ্যারিয়েন্টের প্রথম কেউ আক্রান্ত হলেন ভারতে। বছর আটত্রিশের ওই রোগী সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। ভারতে ফেরার পরই বিভিন্ন উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। 

কলকাতায় সেমিকন্ডাক্টরে বিপুল মার্কিন বিনিয়োগ, মোদীকে ‘প্রশংসা’ করে পোস্ট মমতার

   

গত মাসেই এমপক্সের নতুন ভ্যারিয়েন্ট ক্লেড ১ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই রোগী। ত্বকে র‌্যাশ বেরিয়েছিল। চিকেনপক্সে যেমন হয়, অনেকটা সেই রকমই। দুবাই থেকে আসার কিছুদিন পর থেকেই তাঁর শরীরে নানান উপসর্গ দেখা গিয়েছিল তাঁর শরীরে। তারপরই ডাক্তারের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা করে ওই রোগীর দেহে মেলে এমপক্সের ক্লেড ১ সংক্রমণ। 

ভারতে রেল দুর্ঘটনার পেছনে বড়সড় অন্তর্ঘাত? পাঞ্জাবে লাইনে রড উদ্ধারে বাড়ছে উদ্বেগ

দেশে এমপক্সের সংক্রমণের হিসাবে অবশ্য কেরলের এই রোগী দ্বিতীয় আক্রান্ত। এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তবে সেটি ছিল ক্লেড ২ উপরূপের সংক্রমণ। কেরলের এই রোগীর শরীরে ধরা পড়েছে এমপক্সের ক্লে়ড ১ উপরূপ, যা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে হু। 

চলেছে ৪ ঘণ্টার শুদ্ধিকরণ, তিরুপতি মন্দিরে বাড়তি সতর্কতা!

করোনার সময় কেরল থেকেই ভারতে প্রথম কোভিড ১৯-এর খোঁজ মেলে। এবার এমপক্সের নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় স্বাভাবিকভাবেই আশঙ্কা বাড়ছে গোটা দেশে।