Modi Government: মোদীর আমলে সাংবাদিকদের নির্যাতন বেড়েছে, বিশ্ব জুড়ে আলোচনা

নরেন্দ্র মোদীর সরকারের(Modi Government) আমলে ভারতে সাংবাদিকদের ওপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া প্রেস ফ্রিডমের রিপোর্টে এসেছে এমন তথ্য। রিপোর্ট থেকে জানা গিয়েছে, শেষ এক বছরে…

Modi

নরেন্দ্র মোদীর সরকারের(Modi Government) আমলে ভারতে সাংবাদিকদের ওপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া প্রেস ফ্রিডমের রিপোর্টে এসেছে এমন তথ্য।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, শেষ এক বছরে ভারতে ৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ১০৮ জন সাংবাদিক এবং ১৩টি সংবাদমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সংবাদমাধ্যম এবং তাদের প্রতিনিধিরা ছিল মোদী সরকারের নিশানা।

সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে জম্মু ও কাশ্মীরে। এই রাজ্যে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে ২৫টি। এরপরই রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। সেখানে গত এক বছরে সাংবাদিকদের উপর ২৩টি আক্রমণের ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও ত্রিপুরা। এই দুই রাজ্যে গত এক বছরে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে যথাক্রমে ১৫ ও ১৩ টি।

গত এক বছরে দিল্লিতে ৮ টি, বিহারে ৬ টি এবং অসমে ৫ টি হামলা হয়েছে। এছাড়াও মহারাষ্ট্র ও হরিয়ানায় ৪টি করে, গোয়া ও মণিপুরে তিনটি করে, কর্নাটক ও তামিলনাড়ুতে ২ টি করে এবং অন্ধপ্রদেশ, ছত্তিশগড় ও কেরলে ১ টি করে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, গত এক বছরে ভারতে বিভিন্ন কারণে ১৭ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এমনকী, মহিলা সাংবাদিকরাও রেহাই পাননি। গতবছর ৮ জন মহিলা সাংবাদিক গ্রেফতার হয়েছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে জম্মু-কাশ্মীরে সাংবাদিকদের উপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে কর্মরত সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের বারেবারে নিশানা করা হচ্ছে। চেষ্টা চলছে গণতন্ত্রের কণ্ঠরোধ করার।

রাষ্ট্রসংঘ ও ইন্ডিয়া প্রেস ফ্রিডমের এই রিপোর্ট যে মোদি সরকারকে নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলবে তা বলাই বাহুল্য। দেশের বিরোধী দলগুলি একাধিকবার মোদি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধ করার অভিযোগ করেছে। অভিযোগ করেছে, মোদী সরকার সংবাদমাধ্যমকেও নিজের বশে রাখতে চায়। সেই দাবি যে ভিত্তিহীন নয় এই রিপোর্ট তারই প্রমাণ।