আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক রাখার পরিকল্পনা পরমবীরের, অভিযোগ

প্রতিবেদন: মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার পরিকল্পনা করেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। গাড়ি ব্যবসায়ী মনসুখ হিরনের খুনের পিছনেও ছিলেন পরমবীর।…

প্রতিবেদন: মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার পরিকল্পনা করেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। গাড়ি ব্যবসায়ী মনসুখ হিরনের খুনের পিছনেও ছিলেন পরমবীর। এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে দেওয়া বয়ানে পরমবীর সম্পর্কে এই চাঞ্চল্যকর তথ্য জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি পরিত্যক্ত এসইউভি উদ্ধার হয়। ওই গাড়ির ভিতরে ছিল ২০টি জিলেটিন স্টিক। বিস্ফোরক ভর্তি গাড়ি কিভাবে এবং কোথা থেকে এল তার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। তদন্তে গাফিলতির অভিযোগে কয়েকদিনের মধ্যেই সরিয়ে দেওয়া হয় মুম্বইয়ের তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিংকে।

এরপরই পরমবীর মহারাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ফের অনিলকে জিজ্ঞাসাবাদ করেন ইডি। সে সময় অনিল জানিয়েছেন, আম্বানির বাড়ির সামনে থেকে যে গাড়িটি উদ্ধার হয়েছিল তার পিছনে ছিল পরমবীর সিং। এমনকী, গাড়িচালক মনসুখ খুনের ঘটনাতেও জড়িত পরমবীর। মনসুখ খুন হওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পরমবীরকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সে সময় তিনি অন্য তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বাসভবনেও ডেকে পাঠানো হয়েছিল পরমবীরকে। কিন্তু সে সময়ও তিনি বিস্ফোরক উদ্ধারের ঘটনা সম্পর্কে সকলকেই ভুল তথ্য দিয়েছিলেন।

কিছুদিন পরেই ওই ঘটনার তদন্ত ভার হাতে নেয় এনআইএ। এরপরই র এনআইএ শচীন ভাজেকে গ্রেফতার করে। শচীনকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় পুরো ঘটনা। দেখা যায়, বিস্ফোরক রাখা ও মনসুরকে খুন করা সব ঘটনার পিছনেই রয়েছে পরমবীরের পরিকল্পনা। সে কারণেই মুখ্যমন্ত্রী এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পরমবীরকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়ার কারণেই পরমবীর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তার অভিযোগের কোনও ভিত্তি নেই।