Mamata Banerjee: টাকা চাইলেন মমতা, খতিয়ে দেখবেন বললেন মোদী

মোদীর সাথে বৈঠক শেষ (Mamata Banerjee) মমতার। কুড়ি মিনিটের বৈঠক হয়। রাজ্যের জন্য প্রাপ্য টাকা মিলবে কি না সেই প্রশ্নের উত্তর চাইতে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন…

মোদীর সাথে বৈঠক শেষ (Mamata Banerjee) মমতার। কুড়ি মিনিটের বৈঠক হয়। রাজ্যের জন্য প্রাপ্য টাকা মিলবে কি না সেই প্রশ্নের উত্তর চাইতে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মমতা বলেছেন, ‘‘কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। তার পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’’

মমতা জানান, ‘‘আমি বলেছি, যদি কোনও ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এত বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেব। কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না।’’

বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষ যারা কাজ করেছেন তাঁরা এখনো টাকা পাননি। সংবিধানকে সম্মান দিয়ে এই টাকা আমাদের মিটিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেন, সব শুনেছেন প্রধানমন্ত্রী। তিনি সব খতিয়ে দেখবেন বলেছেন।

মোদীর সাথে বৈঠকের বিষয়ে মমতা বলেন, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, ১৫৫টা পর্যবেক্ষক দল বাংলায় গেছিল। যে যে নথি চা়ওয়া হয়েছিল সেসব  আমাদের আধিকারিকরা দিয়েছেন। আজ পর্যন্ত কিছু পাইনি। আগেও তিন বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী মন দিয়ে আমাদের কথা শুনে বলেছেন, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকরা বসে বৈঠক করে এব্যাপারে সিদ্ধান্ত নেবে।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীকে জানিয়েছি,  আবাস যোজনা, গ্রামোন্নয়নের প্রকল্প, হেলথ মিশনের প্রকল্প বন্ধ করা হয়েছে। অর্থ কমিশনের টাকা আসছে না। যদি কোনও ভুল হলে আপনি টাকা বন্ধ করে দিন।