Prophet Row: নূপুর শর্মার পাশে দাঁড়ালেন বিজেপি সাংসদ

বিজেপি নেত্রী নূপুর শর্মার নবী মহম্মদকে বিতর্কিত মন্তব্যের জেরে গোটা দেশ উত্তাল। দেশের একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। এরই মাঝে এবার তাঁকে সমর্থন করলেন বিজেপি নেতা…

বিজেপি নেত্রী নূপুর শর্মার নবী মহম্মদকে বিতর্কিত মন্তব্যের জেরে গোটা দেশ উত্তাল। দেশের একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। এরই মাঝে এবার তাঁকে সমর্থন করলেন বিজেপি নেতা গৌতম গম্ভীর।

 

   

বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর দল থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার হুমকি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ গম্ভীর টুইট করেছেন, ‘যারা ক্ষমা চাওয়া এক মহিলার বিরুদ্ধে সারা দেশে ঘৃণা ও প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদের সম্পর্কে তথাকথিত ‘ধর্মনিরপেক্ষ উদারপন্থী’দের নীরবতা অবশ্যই পাগল হয়ে যাবে৷’

গৌতম গম্ভীর বলেন, নূপুর শর্মার বক্তব্যকে কেউ সমর্থন করেনি। দল তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং তিনি এর জন্য স্পষ্টভাবে ক্ষমাও চেয়েছেন। দেশের বিভিন্ন স্থানে তার ও তার পরিবারের বিরুদ্ধে ঘৃণা, প্রাণনাশের হুমকি এবং সমন্বিত হিংসা আপাত প্রদর্শন উদ্বেগের কারণ। তিনি বলেন, ‘বিস্ময়কর হলো সেই সব ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের নীরবতা, যারা তথাকথিত অসহিষ্ণুতার জন্য আমাদের দলকে দোষারোপ করছে। এটা স্পষ্ট যে কিছু রাজ্যে ভোট রাজনীতি করা হচ্ছে।

উল্লেখ্য, একটি টেলিভিশনে বিতর্কের সময় নবী মহম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন নূপুর শর্মা। তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেছে একাধিক মুসলিম সংগঠন। বিজেপি এই বিষয়ে পদক্ষেপ নিয়েছিল এবং নূপুর শর্মাকে ছয় বছরের জন্য দল থেকে বরখাস্ত করেছে।

কিন্তু, তা সত্ত্বেও নূপুর শর্মার বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশের একাধিক শহরে। কয়েকজন জঙ্গি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আইএএমআইএম সাংসদ ইমতিয়াজ জলিল নূপুর শর্মার মৃত্যুদণ্ডের দাবি করেছেন।