SMC Election: CPIM প্রার্থীর পোস্টার দুধ দিয়ে ধুয়ে দিল TMC

পুরভোটে দুধ রাজনীতি! চমকে গেলেন শিলিগুড়িবাসী (SMC Election)। টিএমসির তরফে সিপিআইএম প্রার্থীর পোস্টার দুধ দিয়ে ধুয়ে দেওয়া হলো। ঘটনায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে। শিলিগুড়ি পুরনিগমের ৩৬…

পুরভোটে দুধ রাজনীতি! চমকে গেলেন শিলিগুড়িবাসী (SMC Election)। টিএমসির তরফে সিপিআইএম প্রার্থীর পোস্টার দুধ দিয়ে ধুয়ে দেওয়া হলো। ঘটনায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নং ওয়ার্ডের ঘটনা। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা ও সিপিআইএমের বরুণ তালুকদারের নির্বাচনী ব্যানার ফেস্টুনের ওপর পানের পিক ফেলা হয়। অভিযোগ, বিজেপি এতে জড়িত।

এর পরেই দুধ রাজনীতির শুরু। টিএমসির তরফে দলীয় প্রার্থীর পোস্টার দুধ দিয়ে সাফ করেন সমর্থকরা। ঘটনার মোড় নেয় একই দেয়ালে সিপিআইএম প্রার্থীর পোস্টারও দুধ দিয়ে পরিষ্কার করা হয়।

তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, “বিজেপির এই নোংরা রাজনীতকে ধিক্কার জানাই।” সিপিআইএমের তরফেও নিন্দা জানানো হয়েছে। তবে বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে।

কলকাতার পর আসন্ন শিলিগুড়ি পুরনিগম ভোট নিয়ে আগ্রহ সর্বাধিক। উত্তরবঙ্গের রাজধানী হিসেবে পরিচিত দার্জিলিং জেলার এই পুরনিগমের দখল নিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর সামনে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজ্যের বাম জমামার পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। অশোকবাবু গত পুরবোর্ডের মেয়র ও শিলিগুড়ির সিপিআইএম বিধায়ক ছিলেন। তিনি বিধানসভার ভোটে হেরে যান।

রাজ্যে বাম জমানার পতনের পর শিলিগুড়ি পুরনিগমে ফের বামফ্রন্ট বোর্ড গড়ে। কংগ্রেস জোটে আসে। শিলিগুড়ি পুরনিগমের মেয়র থাকাকালীন অশোকবাবুর কাজ নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে। তবে অশোকবাবুর অভিযোগ, টিএমসি সরকার সর্বদা অসহযোগিতা করে এসেছে।