অভিনব কায়দায় এটিএম লুঠ করল দুষ্কৃতীরা

 এটিএম মেশিন ভেঙে টাকা চুরি করার চেষ্টা নতুন কিছু নয়। কিন্তু এটিএম ভেঙে টাকা চুরির জন্য এবার এক সম্পূর্ণ নতুন কায়দা নিল চোর। দুদিন আগে…

 এটিএম মেশিন ভেঙে টাকা চুরি করার চেষ্টা নতুন কিছু নয়। কিন্তু এটিএম ভেঙে টাকা চুরির জন্য এবার এক সম্পূর্ণ নতুন কায়দা নিল চোর। দুদিন আগে মহারাষ্ট্রের সাংলি জেলায় এটিএম মেশিন তুলে নিয়ে যাওয়ার জন্য চোরেরা একটি জেসিবি মেশিন নিয়ে আসে। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, ভোররাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী জেসিবি মেশিন দিয়ে এটিএম মেশিনটি তুলে নিয়ে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, অ্যাক্সিস ব্যাংকের ওই এটিএমে ২৭ লক্ষ টাকা ছিল। যার পুরোটাই চোরেরা নিয়ে গিয়েছে। এটিএম মেশিনে ভাঙতে যে জেসিবি মেশিনটি ব্যবহার করা হয়েছে সেটিও স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে চুরি করা হয়েছিল। চোরেরা এটিএম মেশিন থেকে টাকা বের করে নেওয়ার পর সেটি রাস্তার ধারে ফেলে রেখে যায়। ফেলে রেখে গিয়েছে জেসিবি মেশিনটিও।

মিরাজ গ্রামীণ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার চন্দ্রকান্ত বেদরে বলেছেন, রীতিমতো পরিকল্পনা করেই চোরেরা অ্যাক্সিস ব্যাংকের এটিএম লুট করে। প্রথমে তারা জায়গাটি চিহ্নিত করে যায়। পরে স্থানীয় একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি জেসিবি মেশিন তারা চুরি করে ওই এটিএম কাউন্টারের সামনে নিয়ে আসে। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, লাল রঙের প্যান্ট পরা এক ব্যক্তি একবার এটিএম কাউন্টারের দরজা ঠেলে ভেতরে ঢোকে। এরপর তিনি এটিএম মেশিনের অবস্থান দেখে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। এরপর কাউন্টারের কাচের দরজা ভেঙে ভেতরে ঢোকে একটি জেসিবি ক্রেন। চারবারের চেষ্টায় এটিএম মেশিনটিকে উপড়ে বাইরে নিয়ে আসে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ওই দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এই ঘটনার তদন্তে পুলিশের দুটি দল একসঙ্গে কাজ করছে। আশা করা যায় খুব শীঘ্রই দুষ্কৃতীদের ধরা সম্ভব হবে। ইতিমধ্যেই জেসিবি মেশিন দিয়ে এটিএম লুটের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা কটাক্ষ করে অনেকেই বলেছেন, দেশে বেকারের সংখ্যা যত বাড়ছে ততোই বাড়ছে চুরি ডাকাতির ঘটনা। চোরেরাও অনেক ভেবেচিন্তে চুরির নিত্যনতুন উপায় বের করছে।