Karnataka Incident: ভোটের মধ্যেই দেশে ফের ‘লভ জিহাদ’! তরুণীকে কোপাল প্রাক্তন সহপাঠী

ভোটের মধ্যেই দেশে ফের ‘লভ জিহাদ’! কর্নাটকের (Karnataka Incident) এক কংগ্রেস নেতার মেয়েকে কুপিয়ে খুনের ঘটনায় সামনে এসেছে ‘লভ জিহাদ’ তত্ত্ব। কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাঁকে…

Karnataka Incident

ভোটের মধ্যেই দেশে ফের ‘লভ জিহাদ’! কর্নাটকের (Karnataka Incident) এক কংগ্রেস নেতার মেয়েকে কুপিয়ে খুনের ঘটনায় সামনে এসেছে ‘লভ জিহাদ’ তত্ত্ব। কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই তরুণীর বাবা মুখেই শোনা গিয়েছে ‘লভ জিহাদ’ এর কথা। যদিও কর্নাটক কংগ্রেসের দাবি, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হত্যা। এর সঙ্গে ‘লভ জিহাদ’ এর কোনও সম্পর্ক নেই। বিজেপি এই ঘটনাকে ‘লভ জিহাদ’ বলে দাবি করেছে। একই সঙ্গে কর্নাটকে কংগ্রেসের শাসনকালে আইনশৃঙ্খলা তলানিতে গিয়েছে বলে তোপ দেগেছে।

হুবলীর প্রভাবশালী কংগ্রেস নেতা হলেন নিরঞ্জন হিরেমথ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর ২৩ বছরের মেয়ে নেহা বিভিবি কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। স্নাতকোত্তর স্তরে পড়ার সময় ওই তরুণীর সহপাঠী ছিলেন ফয়াজ। কয়েকদিন ধরেই ফয়াজ নেহাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। নেহা তাতে কান দেয়নি। সম্ভবত প্রেমে প্রত্যাখানের কারণে প্রতিশোধের সিদ্ধান্ত নেয় ফয়াজ। নেহাকে কুপিয়ে খুন করে সে। পুলিশ ইতিমধ্যেই ফয়াজকে গ্রেফতার করেছে। তাঁর সঙ্গে বারংবার কথা বলে সত্যিটা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা।

কলেজের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ফয়াজ ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে সাত বার কুপিয়ে পালিয়ে গিয়েছে। যদিও পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই ফয়াজকে গ্রেফতার করে ফেলে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। কংগ্রেস এই ঘটনাকে ব্যক্তিগত দৃষ্টিকোণ দিতে চাইলেও বিজেপির বক্তব্য, এতে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির প্রমাণ মিলেছে। তরুণীর বাবা আবার ‘লভ জিহাদ’ এর প্রসঙ্গ সামনে এনেছেন। যা কর্নাটকের বিরোধী দল বিজেপিকে বাড়তি অক্সিজেন দিয়েছে। আর এর ফলে অস্বস্তি বেড়েছে কংগ্রেস শিবিরের।

কেন্দ্রীয় মন্ত্রী তথা ধারওয়াড় লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রহ্লাদ যোশীর কথায়, এই ঘটনার পিছনে ‘লভ জিহাদ’ এর হাত রয়েছে। কংগ্রেস সরকারের আমলে আইনশৃঙ্খলার সম্পূর্ণ অবনতি ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে সংখ্যালঘু তোষণের রাজনীতি বন্ধ করার এবং একটি ‘বিশেষ সম্প্রদায়ের’ প্রতি বিশেষ আচরণ বন্ধ করার আহ্বান জানান যোশী। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, এখনও পর্যন্ত ‘লভ জিহাদ’ এর কোনও দৃষ্টিকোণ নেই। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ডানপন্থী সংগঠন রাস্তায় নেমেছে।

মৃতের বাবা তথা কংগ্রেস নেতা সংবাদমাধ্যমকে বলেন, আমার মনে হয় ‘লভ জিহাদ’ দ্রুত ছড়িয়ে পড়ছে। চক্রটি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল। ওরা আমার মেয়েকে ফাঁসানোর চেষ্টায় ছিল। একাধিকবার হুমকিও দিয়েছে। কিন্তু মেয়ে তাদের হুমকিতে কর্ণপাত করেনি। অভিভাবকদের বলব, মেয়েদের সাবধানে রাখুন। ওদের কলেজে পাঠালে সঙ্গে সঙ্গে আপনিও যান। মেয়ের সব বিষয়ে নজর রাখুন। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তা গোটা রাজ্য ও দেশ দেখেছে। ওরা যদি বলেন এটা ব্যক্তিগত, তাহলে এর মধ্যে ব্যক্তিগত কী? তারা কি আমার আত্মীয়?