খাবারের বিল মেটানো নিয়ে বিবাদ, রেস্তোরাঁ কর্মীদের মারে মৃত্যু ব্যক্তির

খাবার পর বিল মেটান নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় বচসা। তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হতে বেশি সময় লাগেনি। শেষ পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের মারে এক…

খাবার পর বিল মেটান নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় বচসা। তর্কাতর্কি থেকে হাতাহাতি শুরু হতে বেশি সময় লাগেনি। শেষ পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের মারে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম ব্রিজেশ রাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নয়ডার লস্ট লেমন্স নামে এক রেস্তোরাঁয়। পুলিশ জানিয়েছে, খাবার পর বিল মিটানো নিয়ে রেস্টুরেন্ট কর্মীদের সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্রিজেশ ও তাঁর বন্ধুরা। এসময় পরিস্থিতি সামাল দিতে আসরে নামে রেস্তোরাঁর বাউন্সাররা। তাদের মারে মৃত্যু হয় ব্রিজেশের। পুলিশ আরও জানিয়েছে এ ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ব্রিজেশ এবং তার কয়েকজন বন্ধু লস্ট লেমন্স নামে ওই রেস্তোরাঁয় খেতে যান। খাওয়ার পর বিল মেটানোর নিয়েই রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিবাদ বাধে। এ সময় রেস্তোরাঁর এক বাউন্সারে মারের চোটে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ব্রিজেশ। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। নয়ডার অ্যাডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার রণবিজয় সিং জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনায় রেস্তোরাঁর ১২ জন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আটজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। জানা গিয়েছে, মৃত যুবক বিহারের ছাপড়া জেলার বাসিন্দা। ইতিমধ্যেই ওই রেস্তোরাঁয় সিসিটিভির ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই ব্রিজেশের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।