RRB: রেলের চাকরি দুর্নীতিতে বেকারদের ক্ষোভ, ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রী

রেলওয়েতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে জ্বলছে দুই রাজ্য, হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। জানা গিয়েছে, গত ৪ দিন ধরে চলা বিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় আরআরবি এনটিপিসি…

RRB: রেলের চাকরি দুর্নীতিতে বেকারদের ক্ষোভ, ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রী

রেলওয়েতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে জ্বলছে দুই রাজ্য, হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। জানা গিয়েছে, গত ৪ দিন ধরে চলা বিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় আরআরবি এনটিপিসি পরীক্ষার প্রক্রিয়া পর্যালোচনা করার জন্য শুক্রবার রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক ডেকেছে।

সন্ধ্যায় ডাকা বৈঠকে, পিএমও কর্মকর্তারা উল্লেখিত পদগুলি পূরণের জন্য রেলওয়ের অনুসরণ করা নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে। পিএমও বিশেষভাবে ২০০৪ সালে অনুসৃত নিয়োগ প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করতে চায় বলে খবর।

   
Advertisements

গত কয়েক দিন ধরে জ্বলছে বিহার (Bihar)। ২৬ জানুয়ারি ট্রেনে অগ্নিকাণ্ড। এখনও অশান্ত পাটনা- সহ একাধিক জায়গা। রাজধানী পাটনা-সহ একাধিক জায়গায় ট্রেনে দাঙ্গা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার জেরে আজ বিহার বনধের ডাক দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতৃত্বে মহাজোটের শরিক দলগুলির কর্মীরা পাটনা, বৈশালী, সমস্তিপুর, মুজফ্ফরপুর, দারভাঙ্গা, ঔরঙ্গাবাদ সহ বিহারের সমস্ত ছোট ও বড় শহরগুলিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইতিমধ্যে।