উত্তরে দক্ষিণে শীতের লড়াই শুরু, রাতেই তাপমাত্রার বড় পতন

মাঘের শীতে হাড় কাঁপছে বাঘের। রাজ্যে হু হু করে নামছে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়ার বিভাগ।…

মাঘের শীতে হাড় কাঁপছে বাঘের। রাজ্যে হু হু করে নামছে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়ার বিভাগ।

দুপুর থেকে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে আরও তাপমাত্রার পতন। রাতেই উত্তরবঙ্গে তীব্র শীত শুরু হবে। শনিবার সকালে শীতে কাতর হবে রাজ্য।

আবহাওয়া দফতর গতকাল জানিয়েছে, আগামী ৫ দিন শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তুরে হাওয়ার জন্য রাতের দিকে কমবে তাপমাত্রা। আগামী তিন দিনে নামবে পারদ। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ৫ জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। শৈত্যপ্রবাহের সতর্কতা ২৭ – ৩১ জানুয়ারি পর্যন্ত। রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা নামতে পারে ১০° সেলসিয়াসের নিচে।

এক নজরে দেখে নিন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ কত নামতে পারে

কোচবিহার :: ৬ – ৮°C, আলিপুরদুয়ার :: ৭ – ৯°C, জলপাইগুড়ি :: ৭ – ৯°C, কালিম্পং :: ৫ – ৭°C, দার্জিলিং :: ০ – ৩°C, উত্তর দিনাজপুর :: ৬ – ৮°C, দক্ষিণ দিনাজপুর :: ৭ – ৯°C, মালদহ :: ৭ – ৯°C, মুর্শিদাবাদ :: ৬ – ৯°C, নদিয়া :: ৫ – ৮°C, উত্তর ২৪ পরগনা :: ৭ – ৯°C, দক্ষিণ ২৪ পরগনা :: ৯ – ১১°C, কলকাতা :: ৯ – ১১°C, হাওড়া :: ৮ – ১০°C, হুগলি :: ৭ – ৯°C, পূর্ব মেদিনীপুর :: ৮ – ১০°C, পশ্চিম মেদিনীপুর :: ৫ – ৮°C, ঝাড়গ্রাম :: ৫ – ৮°C, পুরুলিয়া :: ৫ – ৮°C, বাঁকুড়া :: ৬ – ৮°C, পূর্ব বর্ধমান :: ৭ – ৯°C, পশ্চিম বর্ধমান :: ৫ – ৮°C, বীরভূম :: ৬ – ৮°C

ছত্তিসগড়, বিহার ও ওড়িশা থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। ফলে রাজ্যজুড়েই শনি ও রবিবার জমিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফের বাড়বে তাপমাত্রা।