সংক্রমণ বাড়লে তবেই মাস্ক পড়ার কথা ভাবা যাবে: উপমুখ্যমন্ত্রী

মাস্ক না পরলে জরিমানা আদায়ের কথা এখনই ভাবনাচিন্তার মধ্যে নেই দিল্লি (Delhi) সরকারের। রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)।…

মাস্ক না পরলে জরিমানা আদায়ের কথা এখনই ভাবনাচিন্তার মধ্যে নেই দিল্লি (Delhi) সরকারের। রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আম আদমি পার্টি (Aam Admi Party) নেতার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

২০২০-র প্রথম থেকেই গোটা বিশ্বে দাপিয়ে বেড়িয়েছে করোনাভাইরাস। ভারতেও করোনা মহামারীর আকার নিয়েছিল। করোনা প্রতিরোধ করতে অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল মাস্ক। সম্প্রতি দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বলা যায়। কিন্তু এরই মধ্যেই করোনার নতুন ভেরিয়েন্ট এক্সই বাড়ছে। গত কয়েকদিন ধরে দিল্লিতেও উদ্বেগজনকভাবে সংক্রমণ ছড়িয়েছে। বেড়েছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে কীভাবে দিল্লির উপমুখ্যমন্ত্রী মাস্ক না পরার বিষয়ে সওয়াল করলেন তা অনেকেরই বোধগম্য হচ্ছে না।

আম আদমি পার্টির অভ্যন্তরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মণীশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কেজরি ঘনিষ্ঠ মনীশ বলেন, করোনাকে সঙ্গে নিয়ে কিভাবে বেঁচে থাকা যায় সেটা আমাদের শিখতে হবে। বর্তমানে সংক্রমিতের সংখ্যা খুবই কম। তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই। সংক্রমণ যখন লাগামছাড়া হবে তখনই আমরা কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবব।

মনীশের এই বক্তব্যে অবশ্য চিকিৎসক মহল যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। তাঁরা বলেছেন, সংক্রমণ বাড়ার পর ব্যবস্থা নিলে কতটা লাভ হবে! বরং আগে থেকে ব্যবস্থা নেওয়া হলে সংক্রমণ ছড়াতে পারবে না, এটা সকলের মনে রাখা উচিত। একবার সংক্রমণ লাগামছাড়া ভাবে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করলে তার ফল মিলতেও অযথা অনেকটাই সময় নষ্ট হবে। সময় থাকতেই যদি সাবধানতা অবলম্বন করা যায় তবে সবচেয়ে ভালো হয়।

মাস্ক পরার ক্ষেত্রে এমনিতে মানুষের বিশেষ কোনও অসুবিধা হয় না। তবে প্রবল গরমের কারণে হয়তো মানুষ মাস্ক পড়তে কিছুটা অস্বস্তি বোধ করছেন। কিন্তু বাড়ির বাইরে বা জনবহুল এলাকায় এলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত।