AP: ১০ মাস ধরে যৌন নিপীড়ন করে কমপক্ষে ৮০ জন, নাবালিকার বয়ানে চাঞ্চল্য

প্রায় ১০ মাস পর মঙ্গলবার অন্ধপ্রদেশের (Andhrapradesh) গুন্টুর থেকে উদ্ধার হলো ১৩ বছরের এক নাবালিকা। তার উপর পাশবিক অত্যাচারের যে কাহিনী সামনে এসেছে তা জানলে…

প্রায় ১০ মাস পর মঙ্গলবার অন্ধপ্রদেশের (Andhrapradesh) গুন্টুর থেকে উদ্ধার হলো ১৩ বছরের এক নাবালিকা। তার উপর পাশবিক অত্যাচারের যে কাহিনী সামনে এসেছে তা জানলে অবাক হতে হয়। ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, ৮ মাসে ৮০ জনেরও বেশি মানুষের লালসার শিকার হয়েছে সে।

ওই কিশোরীকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে ১৯ অভিযুক্তকে। অন্য অভিযুক্তদের খুঁজছে পুলিশ।

কিশোরী জানিয়েছে, ২০২১ সালের জুন মাসে তার মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুদিন চিকিৎসার পর সেখানেই তার মায়ের মৃত্যু হয়। ওই হাসপাতালেই স্বর্ণ কুমারী নামে এক মহিলার সঙ্গে তার আলাপ হয়। মায়ের মৃত্যুর পর স্বর্ণ কুমারী ওই কিশোরীকে তার নিজের কাছে নিয়ে যায়। যে কারণে মেয়েটির বাবা আর তাঁর মেয়ের খোঁজ পাননি। অগস্ট মাসে তিনি পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানান। কিন্তু মেয়ের খোঁজ মেলেনি। নিখোঁজের ঘটনায় তদন্তে নেমে পুলিশ চলতি বছরের জানুয়ারি মাসে একজনকে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই শেষ পর্যন্ত ওই কিশোরীর খোঁজ মেলে।

মঙ্গলবারই ওই কিশোরীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন বিটেক পড়ুয়াও আছে। কিশোরী পুলিশকে জানিয়েছে, গত আট মাস ধরে তাকে পাশবিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। নিয়মিত তাকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা বিভিন্ন অঞ্চলে নিয়ে যেত স্বর্ণকুমারী। সেখানে তাকে জোর করে দেহ ব্যবসায় নামানো হতো।

পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত সকলকেই গ্রেফতার করা হবে। তল্লাশি চলছে। তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, নেল্লোর ও কাকিনাড়া থেকে একটি গাড়ি, তিনটি বাইক, ৫০ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।