ISL : আগামী মরশুমের জন্য এই কোচদের টার্গেট করতে পারে ক্লাবগুলো

আগামী মরশুমে ফুটবলারদের দলবদলের পাশাপাশি নতুন কোচ নিয়োগ করতে পারে ইন্ডিয়া সুপার লিগের (ISL) একাধিক ক্লাব। নর্থইস্ট ইউনাইটেড, ইস্ট বেঙ্গল, জামশেদপুর এফসি এবং চেন্নাইয়িন এফসি…

Antonio Lopez Habas

আগামী মরশুমে ফুটবলারদের দলবদলের পাশাপাশি নতুন কোচ নিয়োগ করতে পারে ইন্ডিয়া সুপার লিগের (ISL) একাধিক ক্লাব। নর্থইস্ট ইউনাইটেড, ইস্ট বেঙ্গল, জামশেদপুর এফসি এবং চেন্নাইয়িন এফসি নতুন কোচ নিযুক্ত করতে পারে। এমনকি বেঙ্গালুরু এফসি মার্কো পেজিওলির বদলি খুঁজে নিতে চাইছে বলে খবর।

রেঙ্কো পপোভিচ

২০১৭-১৭ মরশুমে (ISL) পুনে সিটির দায়িত্বে ছিলেন তিনি। প্লে অফে নিয়ে গিয়েছিলেন দলকে। সেখানে ক্লাবটি বেঙ্গালুরু এফসির কাছে হেরে তাদের মরশুম শেষ করে। গ্রুপ পর্বে ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট অর্জন করেছিল পুনে।

পপোভিচ বর্তমানে জাপানের দ্বিতীয় স্তরের ক্লাব মাচিদা জেলভিয়ায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ।

এলকো সাতোরি

ভারতীয় ফুটবলের পরিচিত মুখ। ২০১২ সালে আই-লিগে ইউনাইটেড এসসি (প্রয়াগ ইউনাইটেড)-এ যোগ দেওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলের অংশ হয়ে গিয়েছেন তিনি। ইস্ট বেঙ্গলকেও সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইএসএলে, তিনি নর্থ-ইস্ট ইউনাইটেডের প্রথম ইন-চার্জ ছিলেন। তিনি প্রথমবার দলকে প্লে অফে নিয়ে গিয়েছিলেন। ফুটবল মহলে গুজব, ইন্ডিয়ান সুপার লিগে ফিরতে পারেন এই ডাচ কোচ।

কার্লোস কুয়াদ্রাত

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ সময় বেঙ্গালুরু এফসির কোচের দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি ক্লাবের সহকারী ম্যানেজার ছিলেন। তাঁর তত্ত্বাবধানেই বেঙ্গালুরু তাদের প্রথম ইন্ডিয়ান সুপার লিগ খেতাব জিতেছিল। সূত্রের খবর, আইএসএলের কয়েকটি ক্লাবের কাছ থেকে কুয়াদ্রাতের কাছে প্রস্তাব রয়েছে।

অ্যালবার্ট রোকা

আইএসএলের ইতিহাসে অন্যতম সেরা কোচ অ্যালবার্ট রোকা। ২০১৬-১৭ মরশুমে তিনি বেঙ্গালুরু এফসি-র সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর তত্ত্বাবধানেই এএফসি কাপের ফাইনালে উঠেছিল ব্লুজরা। আইএসএলে ক্লাব প্রবেশ করার পর রোকার উপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। বেঙ্গালুরু ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিল-টপার হিসাবে তাদের গ্রুপ পর্ব শেষ করেছে।

অ্যান্টোনিও লোপেজ হাবাস

আইএসএলের অন্যতম সফল কোচ। তাঁর নামে রয়েছে দুটি আইএসএল ট্রফি । দুটিই তিনি ২০১৪ এবং ২০১৯-২০ মরশুমে এটিকের হয়ে জিতেছিলেন। ২০২০-২১ মরশুমে এটিকে মোহনবাগানকে ফাইনালে নিয়ে গেলেও মুম্বাই সিটির কাছে ২-১ গোলে হেরে যায় তাঁর দল।

৬৪ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নন। ভারতীয় ফুটবলকে হাতের তালুর পিছনের মতো চেনেন হাবাস।