ATK Mohun Bagan : নববর্ষেই নতুন গেট উদ্বোধন সবুজ-মেরুনে, কারা থাকছে এই অনুষ্ঠানে?

প্রত্যেকদিনই শহরের উত্তর-দক্ষিনের বিভিন্ন এলাকায় মোহনবাগানের (ATK Mohun Bagan) আইএসএল জয় ও সম্বর্ধনা প্রদানের অনুষ্ঠানে আয়োজন লেগেই রয়েছে।

ATK Mohun Bagan club's new VIP gate

চলতি মরশুমে আইএসএল জেতার সুবাদে গতমাস থেকেই উৎসবের আমেজ রয়েছে কলকাতার বুকে। সমর্থকদের মধ্যে এখনো রয়ে গিয়েছে সেই জয়ের নেশা। যারফলে, প্রায় প্রত্যেকদিনই শহরের উত্তর-দক্ষিনের বিভিন্ন এলাকায় মোহনবাগানের (ATK Mohun Bagan) আইএসএল জয় ও সম্বর্ধনা প্রদানের অনুষ্ঠানে আয়োজন লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে সুপার কাপ খেলতে গত রবিবার কেরালা উড়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালা এফসিকে পরাজিত করেছে প্রীতমরা। যা দেখে অনেকটাই খুশি দলের সমর্থকরা।

East Bengal FC: লোবেরাকে নিশ্চিত করার পর দল গঠনের চমক শুরু লাল-হলুদের, কারা আসছেন?

তবে এখানেই শেষ নয়। এবার আরো একটা সুখবর উঠে আসল বাগান সমর্থকদের জন্য। জানা গিয়েছে, আগামী ১লা বৈশাখ সবুজ-মেরুন তাঁবুতে পা রাখবেন কিংবদন্তি ক্রিকেট তারকা সুনীল গাভাস্কার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে তিনি একানন, ক্লাবের এই বারপুজোয় উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সাথে থাকবেন রাজ্যের তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন সুনীল গাভাস্কারের হাত ধরেই উদ্বোধন হবে মোহনবাগানের”চুনী গোস্বামী গেট”।

Sergio Lobera: লোবেরার হাত ধরে সাফল্যের সরণিতে ফিরতে চায় ইস্টবেঙ্গল, কতটা সফল এই কোচ?

এছাড়াও সেদিন উপস্থিত থাকবেন চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী সহ কলকাতা ময়দানের অন্যান্য নামকরা ফুটবলাররা। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই দলের আইএসএল জয়ের সুবাদে উৎসব মঞ্চ বানানো হয়েছিল সবুজ-মেরুন তাঁবুতে। অনুষ্ঠানের পর সমস্ত সরঞ্জাম ক্লাবের মাঠ থেকে বের করে আনতে গিয়ে ভেঙে যায় মোহনবাগান ক্লাবের প্রধান গেট।

Mohun Bagan: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোহনবাগানে যোগ দিচ্ছেন এই ভারতীয় ডিফেন্ডার

এবার নতুন করে পালতোলা নৌকার আদলে আকর্ষণীয় গেট বানানো হলেও বাংলা নববর্ষের দিন বার পুজোর পর তা উদ্বোধন করা হবে। এছাড়াও সকাল ১১:০০ থেকে ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বাংলার জনপ্রিয় বাউল ব্যান্ড “দোহার”।