Mohun Bagan: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোহনবাগানে যোগ দিচ্ছেন এই ভারতীয় ডিফেন্ডার

এবারের ফুটবল মরশুমে ব্যাপক ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan) শিবির। প্রথম দিকটা খুব একটা সুবিধার না থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে গোটা দল।

Anwar Ali Signs with FC Goa

এবারের ফুটবল মরশুমে ব্যাপক ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan) শিবির। প্রথম দিকটা খুব একটা সুবিধার না থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে গোটা দল। যার ফলে ওডিশা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো দলগুলোকে হারিয়ে আইএসএল জিতেছে এটিকে মোহনবাগান।

এবার মিশন সুপার কাপ। সেইমতো অনুশীলন শুরু করেছে গোটা দল। কারন দেশের সেরা এই কাপ টুর্নামেন্ট জিতলেই মিলবে এফসি কাপের ছাড়পত্র। তার আগেই দল বদলের ক্ষেত্রে উঠে এলো বড়সড় আপডেট। অবশেষে আগামী মরশুম থেকে সবুজ-মেরুন শিবিরে যোগদান করতে চলেছেন আনোয়ার আলি। তিনি যে এবার এটিকে মোহনবাগান শিবিরে যোগদান করবেন সেকথা শোনা গিয়েছিল অনেক আগে থেকেই, এবার তাতেই পড়ল শিলমোহর।

   

চলতি মরশুমের শুরু থেকেই ফরোয়ার্ড লাইন নিয়ে চিন্তা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। পাশাপাশি বিদেশি ডিফেন্ডাররা দলের হাল ধরে থাকলেও প্রীতম-শুভাশিষের মতো অভিজ্ঞ ডিফেন্ডারদের সঙ্গ দেওয়ার অভাব ভালোই অনুভব করেছেন কোচ হুয়ান ফেরেন্দো। সেকারণে ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করতে আনোয়ার আলি কে নেওয়ার সিদ্ধান্ত নিল বাগান শিবির।

চলতি মরশুমের আইএসএলে এফসি গোয়ার হয়ে খেলেছেন আনোয়ার আলি। সেন্ট্রাল ডিফেন্ডার হলেও গোল করার অসীম দক্ষতা রয়েছে এই ফুটবল তারকার। বলাবাহুল্য, এবারের আইএসএলে এটিকে মোহনবাগান বনাম গোয়া ম্যাচে এই আনোয়ারের গোলেই পরাজিত হতে হয়েছিল মনবীর-প্রীতমদের। তখন থেকেই নাকি আগামী মরশুমের জন্য তাঁকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। এই মরশুমে মোট ১৪ টা ম্যাচ খেলেছেন আনোয়ার। যার মধ্যে ১ গোল ও ২টি অ্যাসিস্ট রয়েছে এই তারকার। শোনা যাচ্ছে আগামী তিনটি মরশুমের জন্য নাকি তার সাথে চুক্তি করতে চলেছে সবুজ-মেরুন। যারজন্য বিরাট অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে ম্যানেজমেন্টকে।