যোগীর শাসনে জঙ্গল রাজ, স্বামীকে বেঁধে মহিলাকে গণধর্ষণ

নতুন করে উত্তরপ্রদেশে সরকার গড়লেও যোগী আদিত্যনাথের রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটুকু উন্নতি হল না। এক মহিলার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁর চোখের সামনে যৌন…

নতুন করে উত্তরপ্রদেশে সরকার গড়লেও যোগী আদিত্যনাথের রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটুকু উন্নতি হল না। এক মহিলার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁর চোখের সামনে যৌন লালসা মেটাল চার যুবক। সেই দৃশ্য ত উপভোগ করল আরও ছয় জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার নাইমান্ডি থানা এলাকায়।

মহিলার অভিযোগের ভিত্তিতে ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের দুজন নাবালক। গণধর্ষণের এই ঘটনায় বিরোধীদের আনা উত্তরপ্রদেশে জঙ্গলরাজ কায়েম হওয়ার অভিযোগ আরও উস্কে দিল।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন এক ব্যক্তি। ফেরার পথে ওই দম্পতিকে বাইক চেপে ধাওয়া করে১০ জন।ওই দম্পতির পথ আটকায় দুষ্কৃতীরা। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় রাস্তা থেকে কিছুটা ভিতরে একটি আমবাগানে। সেখানেই অভিযুক্তরা মহিলার স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর তাঁর সামনেই চারজন একে একে ধর্ষণ করে।

মুখ খুললে খুন করা হবে বলে শাসিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিছুটা ধাতস্ত হওয়ার পর স্বামীর বাঁধন খুলে তাঁকে মুক্ত করেন ওই মহিলা। বুধবার তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই মহিলার মেডিক্যাল পরীক্ষা হয়। শুরু হয় পুলিশি তদন্ত।

পুলিশ জানিয়েছে ধৃতরা সকলেই একটি বিয়ে বাড়ি থেকে মদ্যপ অবস্থায় ফিরছিল। ইতিমধ্যেই এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। বাকিরা ওই ঘটনার দাঁড়িয়ে দেখলেও কোনও রকম প্রতিবাদ জানায়নি। তাই তাদের বিরুদ্ধে ধর্ষণের সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। যোগী রাজ্যের এই নারকীয় ঘটনা ফের উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল।