মোহনবাগান যুব দলে খেলা এই ফুটবলারকে নিতে পারে East Bengal

এবারের ইন্ডিয়ান সুপার লিগে চমক লাগিয়েছিল জামশেদপুর এফসি। এটিকে মোহন বাগানের বিরুদ্ধে শিল্ড জিতে নিয়েছিল ইস্পাত নগরীর দলটি। জামশেদপুর স্কোয়াডের অন্যতম সদস্য আসানসোলের এক তরুণ…

SC East Bengal

এবারের ইন্ডিয়ান সুপার লিগে চমক লাগিয়েছিল জামশেদপুর এফসি। এটিকে মোহন বাগানের বিরুদ্ধে শিল্ড জিতে নিয়েছিল ইস্পাত নগরীর দলটি। জামশেদপুর স্কোয়াডের অন্যতম সদস্য আসানসোলের এক তরুণ ফুটবলার। দলবদলের বাজারে ইস্টবেঙ্গল (East Bengal) তাঁর প্রতি আগ্রহী বলে শোনা যাচ্ছে। 

সূত্রের খবর, আসানসোলের ঋত্বিক দাসকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল। ২৫ বছর বয়সী এই উইংগার কলকাতা ময়দানের পরিচিত মুখ। প্রতিভা থাকলেও শেষ পর্যন্ত কলকাতার কোনো দলে তাঁর ঠাঁই হয়নি। 

ঋত্বিকের যুব কেরিয়ার মোহনবাগানে। সিনিয়র পর্যায়ে তিনি খেলেছিলেন কালীঘাট এমএস-এ। ২০১৭ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গের কোনও দলে সুযোগ পাননি। চলে গিয়েছিলেন রিয়াল কাশ্মীরে।

রিয়াল কাশ্মীরে ২০১৭ থেকে ২০২০ মরশুম পর্যন্ত খেলেছিলেন ৩৪ টি ম্যাচ। করেছিলেন চারটি গোল। পরের মরশুমে যোগ দিয়েছিলেন কেরল ব্লাস্টার্সে। দক্ষিণ ভারতীয় এই দলে ছিলেন ২০২০-২১ মরশুমে। মাত্র চারটি ম্যাচে অংশ নিয়েছিলেন। কোনো গোল করতে পারেননি। ২০২১ সালে তাঁকে দলে নিয়েছিল জামসেদপুর এফসি। নিজের নামের প্রতি সুবিচার করে ক্রমে টিমের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন ঋত্বিক। ১৫ ম্যাচে চারটি গোল রয়েছে তাঁর নামের পাশে। 

আগামী মরশুমের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল কর্তারা ইতিমধ্যে নেমে পড়েছেন দল গঠনের কাজে। স্থানীয় কিছু প্রতিভার সম্মতি আদায় করা হয়েছে বলে জানা গিয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও কলকাতার ঘরোয়া লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে ঋত্বিকের। সেই দিকটি কাজে লাগতে পারে লাল হলুদ ব্রিগেডের।