Manipur Noney Tragedy: মণিপুর থেকে দার্জিলিংয়ে আসবে সার সার জওয়ানদের দেহ, বহু নিখোঁজ

মণিপুরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের পাহারা ও কাজে নিযুক্ত ছিলেন সেনা বাহিনীর ১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট জওয়ানরা। সেনা বাহিনীর জারি করা তালিকা…

Manipur Noney Tragedy

মণিপুরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের পাহারা ও কাজে নিযুক্ত ছিলেন সেনা বাহিনীর ১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট জওয়ানরা। সেনা বাহিনীর জারি করা তালিকা থেকে স্পষ্ট ধসের তলায় (Manipur Noney Tragedy).এখনও আছেন কমপক্ষে ৬০ জন। তবে এদের মধ্যে ঠিক কতজন জওয়ান ও রেল শ্রমিক তা জানা যায়নি।

আশঙ্কা করা হচ্ছে বুধবার যে ধস নেমেছিল তার তলায় চাপা পড়া বেশিরভাগই নিহত। টানা ৭২ ঘণ্টা পার হয়েছে। ধস সরিয়ে উদ্ধারে নেমেছে সেনা বাহিনী, অসম রাইফেলস, এনডিআরএফ।

সেনা বাহিনী ও উত্তর পূর্ব রেল জানাচ্ছে, শুক্রবার রাত পর্যন্ত ১৯ জনের  উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১০ জওয়ান পশ্চিমবঙ্গের। বেশিরভাগ দার্জিলিংয়ের বাসিন্দা। এছাড়া জলপাইগুড়ির আছেন একজন। সিকিমবাসী জওয়ানের মৃত্যুর খবর এসেছে।

Manipur Noney Tragedy: মণিপুর থেকে দার্জিলিংয়ে পরপর আসছে জওয়ানদের মৃত্যু সংবাদ

শনিবার মণিপুরের নোনে জেলার দুর্ঘটনাস্থল টুপুলার স্টেশন থেকে সরাসরি হেলিকপ্টারে দার্জিলিং আসবে নিহত জওয়ানদের দেহ। শোকাতুর দার্জিলিং জেলা। খবর আসছে নিখোঁজ অনেক জওয়ান এই জেলার বাসিন্দা।

দুর্ঘটনাস্থল থেকে রেল শ্রমিকদের দেহ উদ্ধারের কাজ চলেছে। ভয়াবহ এই ধস বিপর্যয়ে চাপা পড়া রেলের শ্রমিকদের আত্মীয়রা উদ্বেগে। স্খানীয় ইজাই নদীতে কিছু দেহ ভেসে গেছে বলে জানাচ্ছেন এলাকাবাসী।