Rajasthan: ৮ বছরের ছেলেকে ঝুলিয়ে দিল বাবা ! মা করল ভিডিও

News Desk: স্কুলের হোম ওয়ার্ক (Home Work) শেষ না করায় নিজের ৮ বছরের ছেলেকে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দিলেন কীর্তিমান বাবা ! তবে ছেলেটি প্রাণে…

home-worrk

News Desk: স্কুলের হোম ওয়ার্ক (Home Work) শেষ না করায় নিজের ৮ বছরের ছেলেকে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দিলেন কীর্তিমান বাবা ! তবে ছেলেটি প্রাণে বেঁচেছে। শিশুটিকে তার বাবা নিয়মিত শারীরিক নিগ্রহ করত বলে তার মামার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বুন্দি জেলায়।

ইতিমধ্যেই এই শিশু নির্যাতনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ওই শিশুটিকে ঝুলিয়ে দিতে তার বাবাকে সব ধরনের সাহায্য করছে শিশুটির মা। যদিও ওই ঘটনার পর শিশুটির মা তার ছেলে-মেয়েকে নিয়ে অন্য এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছেন।

কীর্তিমান বাবা একজন খনি শ্রমিক। গত ১৭ নভেম্বর হোমওয়ার্ক না করার জন্য তিনি ছেলেকে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দিয়েছিলেন। ওই ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী নিয়মিত ৮ বছরের ছেলে ও ৫ বছরের মেয়ের উপর অকথ্য শারীরিক অত্যাচার করত। স্বামীর এই নির্মম অত্যাচার মোবাইলে রেকর্ড করার জন্যই তিনি ঘটনার দিন স্বামীকে সাহায্য করার অভিনয় করেছিলেন। স্বামীর কৃতকর্মের প্রমাণ ধরে রাখতে তিনি মোবাইলের ভিডিও রেকর্ডিং চালু করে সেটিকে জানলার উপর রেখে দিয়েছিলেন। সে কারণেই ওই মারাত্মক নির্যাতনের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ছে।

ওই ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি বারবার তার বাবাকে ঝুলিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু বাবা সে কথায় কর্ণপাত করেনি। শুধু তাই নয়, শিশুটিকে ঝুলিয়ে দিতে তার বাবাকে সব ধরনের সাহায্য করছে শিশুটির মা।

যদিও শিশুটির মায়ের দাবি, তিনি তাঁর স্বামীর এই কুকীর্তি সকলের নজরে আনতে তাঁর সঙ্গে অভিনয় করে গিয়েছেন। সেজন্যই তিনি মোবাইলে পুরো বিষয়টির ভিডিয়ো রেকর্ডিং করেন। তিনি জানান, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর ওই মহিলা ও তাঁর দুই সন্তান অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। রাজ্য শিশু সুরক্ষা কমিশন তিন দিনের মধ্যে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে।