IND vs PAK:বিরাট বিক্রম দেখে সচিন তেন্ডুলকরের টুইট পোস্ট মুহুর্তে ভাইরাল

মেলবোর্নে পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে মধুর প্রতিশোধ ভারতের।গতবছর দুবাই’র মাটিতে বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলির ভারতের কাছ থেকে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমের পাকিস্তান।…

মেলবোর্নে পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে মধুর প্রতিশোধ ভারতের।গতবছর দুবাই’র মাটিতে বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলির ভারতের কাছ থেকে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমের পাকিস্তান। ক্যাপ্টেন বিরাট কোহলির দিকে ধেয়ে এসেছিল শত শত সমালোচনার তির। ভারত অধিনায়কের আর্মড ব্র‍্যাড হারাতে হয়েছিল কোহলিকে।কিন্তু রবিবার কিং কোহলি আর হার্দিক পান্ডিয়া জুটি শাপমোচন করলো, গত বিশ্বকাপে আর্চ রাইভাল পাকিস্তানের কাছে হারের।

https://twitter.com/sachin_rt/status/1584160266064785410?t=DZlks5jZAIgfyPK8DBDs6g&s=08

   

৬.১ ওভারে ৩১ রানে ভারতের টপ অর্ডারের চার উইকেট পড়ে গিয়েছে।কেএল রাহুল,রোহিত শর্মা,সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল। নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়ান একটা দলকে টেনে তুলল বিরাট আর পান্ডিয়া জুটি।৫৩ বলে ৮২ নট আউট বিরাট কোহলি আর যোগ্য সঙ্গ হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে ৪০ রান।শেষ ওভারে ফ্রি হিট,ওয়াইড, আউট,ওভার বাউন্ডারি সাম্প্রতিক সময়ে এমন ঘটনাবহুল মুহুর্ত বাইশ গজের ব্যাটল ফিল্ডে আর কটা রয়েছে তা নিয়ে ক্রিকেটের পণ্ডিতরাও টাক চুলকোবে।

ঘটনার বহুলতা এই হাইপ্রেসার গেমে বিরাট কোহলিকে ঘিরেও। দীর্ঘ অপেক্ষার পর বিরাট কোহলির ব্যাট শুধু কথা বলেছে তাইই নয়,শাসন করেছে পাক বোলারদের চোখে চোখ রেখে।ঘরের মাঠ ইডেন গার্ডেনে গোলাপি বলের টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার শতরান করে বিরাট বিক্রম দেখেছিল ক্রিকেট দুনিয়া। এরপর কিং কোহলির ব্যাট গর্জন করতে যেন ভুলেই গিয়েছিল। দুবাই’তে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জার হার,টিম ইন্ডিয়ার সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়া, অধিনায়কত্ব হারানো বিরাট কোহলির এর ওপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কোহলির মনকষাকষি। সব মিলিয়ে একটা দমবন্ধকর পরিস্থিতি।

রবিবার মেলবোর্নের বাইশ গজে সাহিন আফ্রিদি,নাসিম শাহ,হারিস রউফ,সাদাব খান,মহম্মদ নাওয়াজদের চোখে চোখ রেখে যেভাবে ব্যাট হাতে শাসন করতে দেখা গেল বিরাট কোহলিকে তা যেন নতুন করে বিরাট কোহলিকে জন্মদিল ক্রিকেট এরিনাতে। তাই এমন দুরন্ত পারফরম্যান্স দেখে লিটল মাস্টার সচিন তেন্ডুলকর নিজের প্রতিক্রিয়া চেপে রাখতে না পেরে টুইট পোস্টে বিরাট কোহলির প্রশংসাতে সুর বেধে দিলেন এভাবে,”একটি গেমের থ্রিলার যা সুন্দরভাবে ভারতের #T20WC প্রচারণা সেট আপ করেছে!

বেশ কয়েকটি ব্যক্তির দ্বারা গুরুত্বপূর্ণ অবদান, তবে বিরাটের সাথে হার্দিকের অংশীদারিত্বের একটি বিশেষ উল্লেখ যা #TeamIndia-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

#INDvPAK “। শুধু সচিনই নয় প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদির টুইট খেলার শেষে,”আজ স্নায়ুর খেলা কিন্তু আমরা 95% আমাদের পাশে রেখেছি এবং তারপর @imVkohli দেখিয়েছেন বিশ্বমানের ম্যাচ জেতানো ইনিংস কেমন হয়। দুই দলই ভালো খেলেছে, দারুণ ম্যাচ! #PakVsInd”ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বিরাট কোহলির বিধ্বংসী ইনিংস আর হার্দিক পান্ডিয়ার বিরাটকে যোগ্য সঙ্গ দেওয়ার ইনিংসকে কুর্নিশ জানিয়ে টুইট,”সময় আসে, মানুষ আসে! @imVkohli, দক্ষতা এবং মেজাজের কী দুর্দান্ত প্রদর্শন! @hardikpandya7-এর সাথে সেই অংশীদারিত্ব খেলা বদলে দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়। বিশ্বকাপ অভিযানে দারুণ শুরু। ভালো হয়েছে #TeamIndia “

৪ উইকেটে ভারতের এই জয় রান তাড়া করে পাকিস্তানের বিরুদ্ধে, দেওয়ালির আগে গোটা ভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে অকাল দেওয়ালি। হবে নাই বা কেন দলটা পাকিস্তান, ভারতের সঙ্গে খেলা আর হেরেছে পাকিস্তান।