Sitrang Cyclone: এবার ধ্বংস করতে তেড়ে আসবে ‘সিভিয়ার সাইক্লোন’ সিত্রাং

উপগ্রহ চিত্রের উপর একটানা নজর রেখে চলেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। রবিবার সন্ধায় সিত্রাং (Sitrang Cyclone) জন্ম মুহূর্তের ছবি প্রকাশ করল মৌসম ভবন (IMD) ও বাংলাদেশ আবহাওয়া…

Cyclone

উপগ্রহ চিত্রের উপর একটানা নজর রেখে চলেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। রবিবার সন্ধায় সিত্রাং (Sitrang Cyclone) জন্ম মুহূর্তের ছবি প্রকাশ করল মৌসম ভবন (IMD) ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (BMD)। দুই দেশের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সিত্রাংয়ের হামলা হবে বাংলাদেশের উপকূলেই।

  • সুপার সাইক্লোন নয় সিভিয়ার সাইক্লোন হতে চলেছে সিত্রাং।
  • ৫ ফুট পর্যন্ত জলোচ্ছাসের সম্ভাবনা।
  • বঙ্গোপসাগরের উপকূলে থাকা পশ্চিমবঙ্গের ২টি ও বাংলাদেশের ১৯টি জেলায় সতর্কতা।

বিস্তারিত পড়ুন: 

   

বঙ্গোপসাগর থেকে সাইক্লোন সিত্রাং তেড়ে আসছে। বাংলাদেশ আবহাওয়ার অধিদফতরের সতর্কতায় আরও বলা হয়েছে এই ঘুর্ণি হামলার কবলে পড়তে চলেছে উপকূলীয় ১৯টি জেলা। বঙ্গোপসাগরে উপকূলীয় বিভাগ খুলনা, বরিশাল চট্টগ্রামের মধ্যে পড়া এই ১৯টি জেলাকে বিশেষ সতর্ক করা হয়েছে।সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরােজপুর, বরগুনা, পটুয়াখালী, ভােলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নােয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৩-০৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হবে।

ঢাকায় সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহম্মদ এনামুল হক বলেছেন বঙ্গোপাসাগর থেকে আসা ঘূর্ণিঝড়ের জন্য উপকূলীয় দুই বিভাগ বরিশাল ও খুলনার জেলা প্রশাসন সবরকম সতর্কতা নিয়েছে। তিনি জানান, সিত্রাং সুপার সাইক্লোন হবে না। এটি সিভিয়ার সাইক্লোন হবে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার হতে চলেছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, সামুদ্রিক ঘূর্ণির (cyclone) অভিমুখ সরেছে বাংলাদেশের দিকে৷ মৌসম ভবন জানাচ্ছে বঙ্গোপসাগরের বাংলাদেশের উপকূলেই জমি স্পর্শ করবে সিত্রাং। ফলে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে৷ ২৫ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিত্রাংয়ের প্রভাব পড়তে চলেছে চট্টগ্রামেরের কক্সবাজার থেকে খুলনার সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটার এলাকায়। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।