মামলা থেকে ব্যাক স্টেপে মহুয়া মৈত্র, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

ব্যাক স্টেপে মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার প্রাক্তন তৃণমূল সংসদের। সরকারি বাংলো খালি করার নির্দেশের আগেই রাজধানীর হাই কোর্ট থেকে মামলা প্রত্যাহার প্রাক্তন…

Mahua Moitra

ব্যাক স্টেপে মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার প্রাক্তন তৃণমূল সংসদের। সরকারি বাংলো খালি করার নির্দেশের আগেই রাজধানীর হাই কোর্ট থেকে মামলা প্রত্যাহার প্রাক্তন তৃণমূল সাংসদের।

মহুয়া মৈত্রের যে অভিযোগের ভিত্তিতে সংসদ পদ বাতিল হয়েছে তা নিয়ে গোটা দেশ জুড়ে ঝড় বয়ে গিয়েছে। এছাড়া তার যে সরকারি বাংলো অর্থাৎ সংসদ হিসেবে দিল্লির বুকে তিনি যে বাংলোটি পায়। সেটি তাকে খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং এই নোটিশ লোকসভা হাউস কমিটির যে সচিবালয় রয়েছে সেই কমিটির তরফে তাকে দেওয়া হয়।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি দিল্লি হাইকোর্টে মামলা করেন। এই মামলার ক্ষেত্রে তার মূল বক্তব্য ছিল তার সংসদ পদ যাওয়া নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ যখন এই মামলার শুনানি ছিল তখন জানা গিয়েছে যে তিনি মামলা প্রত্যাহার করে নিয়েছেন। কার্যত তিনি পিছু হটলেন, কিন্তু তিনি কেনও পিছু হটলেন সে বিষয় জানিয়েছেন, সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ অর্থাৎ লোকসভার যে হাউস কমিটি তার দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে তিনি আবেদন করেছেন। আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তাকে যেন ওই বাংলোতে থাকতে দেওয়া হয়, এই অনুরোধ তিনি করেছেন।

সেই কারণেই তার এই মামলার আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা মনে করছেন যেভাবে হন্তদন্ত করে মহুয়া মৈত্র এই মামলার পথে এগিয়েছিলেন। এবং একের পর এক মামলা করে গিয়েছেন, সেক্ষেত্রে হঠাৎ করে এমন মামলা তুলে নেওয়া রীতিমতো তার পিছু হঠার নিদর্শন।