TMC: বিধায়কের হুঁশিয়ারি পেলেন তৃণমূলের নেত্রী রুনা খাতুন, বলাগড় সরগরম

দলনেত্রী মমতার নির্দেশ খড়কুটোর মতো উড়ে গেছে। তৃ়ণমূলের গোষ্ঠীবাজি চরমে। নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির সাথে এলাকার তৃ়নমূল নেত্রী রুনা খাতুনের…

দলনেত্রী মমতার নির্দেশ খড়কুটোর মতো উড়ে গেছে। তৃ়ণমূলের গোষ্ঠীবাজি চরমে। নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির সাথে এলাকার তৃ়নমূল নেত্রী রুনা খাতুনের দ্বন্দ্বে প্রবল বিতর্ক। বিধায়কের অভিযোগ, তাকে খুনের চক্রান্তে জড়িত দলেরই নেতারা। এই মন্তব্যের পর বৃহস্পতিবার হামলা হয় বিধায়কের কার্যালয়। সেই রেশ ধরে রুনা খাতুনের কটাক্ষ, জনরোষ। এরপর বিধায়ক দিলেন হুমকি।

হুগলির বলাগড়ের বিধায়ক ছবি দিয়ে লিখেছেন, “অবশেষে আমার আশংকা সত্যি হলো। রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালালো আমার জিরাটের কার্যালয়ের উপর। ভেঙে ফেলা হলো দরজা জানালা। ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি – দলীয় পতাকা। ভেবে দেখুন বলাগড়ের জনগণ, এঁরা কেমন দিদির প্রতি অনুরক্ত।”

তারপর হামলা হয়। এই ঘটনার পর বিধায়ক রুনাকে হুমকি দেন। পরে চাপের মুখে তিনি মন্তব্য প্রত্যাহার করেন। রুনা খাতুন ক্ষোভ উগরে দেন। 

রুনা খাতুন এর নামে কুৎসিত মন্তব্য করে বেকায়দায় মনোরঞ্জন ব্যাপারি। তিনি বলেন, মাথা গরম হয়ে গেলে কি ভাষায় কথা বলব, সেটা মাথায় থাকে না। আমাকে ধর্ষক বলেছিল আমার সন্তান আছে আত্মীয় আছে আমাকে একটা লজ্জা অবস্থায় পড়তে হয়েছে। তাই আমি রাগের মাথায় একটা খিস্তি দিয়ে দিয়েছি। ‌ আমি এই কথার জন্য ক্ষমাপ্রার্থনা করছি সকলের কাছে। দলকে জানানো হয়েছে, দল যা মত দেবে তাই হবে। বলাগড়ে যেতে আমি প্রস্তুত। কিন্তু নেতাস্থানীয় লোকেরা আমাকে বলাগড়ে যেতে মানা করেছে। জেলা পার্টি অফিস থেকে ফেসবুক লাইভ করতাম, কিন্তু তার এখন নেই, ভেঙেচুরে ফেলেছে সব। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলাগড়ে পাঠিয়েছে।‌ সেখানের মানুষদের আমি না দেখলে কে দেখবে। আমাকে খারাপ করতে ওরাই সমস্ত কাজ করে চলেছে। ওরা প্যাচ জানে, ওরা কৌশলী রাজনীতিবিদ, আমি লেখালিখি জগতের মানুষ। লড়াইটা সমস্ত দুর্নীতির বিরুদ্ধে ওরা যে দুর্নীতি করছে, সেগুলো বলাগড়ের জন্য ভালো না। মুখ্যমন্ত্রীর করা নির্দেশ সত্বেও গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে। এদের বিরুদ্ধে কথা বলে কিছু মানুষের চক্ষুশূল হয়ে উঠেছি আমি। বলাগড় ছেড়ে দিতে রুনা খাতুন টাকা দিতে রাজি আছে। দল আমার সঙ্গে আছে।