Loksabha Election 2024: জনতার রায় গেল জলে! ইভিএম বহনকারী গাড়ি ডুবল নদীতে

ভোট (Loksabha Election 2024)শেষে বিপত্তি। ইভিএম বহনকারী গাড়ি ডুবল নদীতে। দুর্ঘটনার কারণ নদীতে আচমকা জলস্ফিতি। নদী পার হওয়ার সময় নির্বাচন কমিশনের কর্মীসহ গাড়িটি ডুবে যায়।…

ভোট (Loksabha Election 2024)শেষে বিপত্তি। ইভিএম বহনকারী গাড়ি ডুবল নদীতে। দুর্ঘটনার কারণ নদীতে আচমকা জলস্ফিতি। নদী পার হওয়ার সময় নির্বাচন কমিশনের কর্মীসহ গাড়িটি ডুবে যায়।

অসমের তিনসুকিয়া জেলার সাদিয়া মহকুমার দিবাং নদীর ক্রমবর্ধমান জলে গাড়িটি আংশিকভাবে তলিয়ে যায়। ফেরি বোটে করে গাড়িটিকে সাদিয়ার স্ট্রং রুমে নিয়ে যাওয়ার সময় হঠাৎ নদীর জলের  উচ্চতা বেড়ে গেলে নৌকাটি ডুবে যায় এবং গাড়িটি আংশিকভাবে তলিয়ে যায়। তবে নৌকার চালক ও পোলিং অফিসার সময় মতো ডুবে যাওয়া ফেরি নৌকা থেকে রক্ষা পান।

দুর্ঘটনার খবর পেয়ে SDRF-এর একটি দল নদী থেকে গাড়ি এবং নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করে।

উদ্ধার করা ইভিএম কি আদৌ অক্ষত আছে? উঠছে এই প্রশ্ন।

ভোট শেষে লখিমপুর নির্বাচনী এলাকায়  ইলেকট্রনিক ভোটিং মেশিন বহনকারী ওই এসইউভি আংশিকভাবে একটি নদীতে ডুবে যায়। এছাড়া লখিমপুরের বিহপুরিয়ার অন্তত তিনটি ভোট কেন্দ্র, হোজাই, কালিয়াবর এবং বোকাখাতে একটি করে এবং ডিব্রুগড়ের নাহারকাটিয়াতে একটি থেকে ইভিএম ত্রুটির খবর পাওয়া গেছে।

শুক্রবার অসমের পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটের প্রথম ধাপে 70.77 শতাংশেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই বুথের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে। সমস্ত বুথে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ রাজ্যে মোট ১৪টি লোকসভা আসন। উত্তর পূর্বাঞ্চলের সবথেকে বেশি লোকসভা আসন আছে অসমে।

প্রথম দফার ভোটে বিশিষ্ট প্রার্থীদের অন্যতম ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল।  ডিব্রুগড় থেকে বে তাঁর প্রতিদ্বন্দ্বী লুরিনজ্যোতি গগৈ, জোরহাট থেকে কংগ্রেসের লোকসভা উপনেতা গৌরব গগৈ, যিনি বিজেপির বর্তমান সাংসদ তোপন গগৈয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাসক দলের লখিমপুরের বর্তমান সাংসদ প্রদন বড়ুয়া, রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা এবং বিধায়ক রঞ্জিত দত্ত