Mohun Bagan SG: সেমিফাইনালের প্রস্তুতি শুরু বাগানের, ফের অনুপস্থিত হাবাস

এবছর শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। যারফলে, আসন্ন নয়া মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ের নামবে কলকাতা…

Mohun Bagan SG Practice

এবছর শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। যারফলে, আসন্ন নয়া মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ের নামবে কলকাতা ময়দানের এই প্রধান। সেই দিকেই এখন নজর সকলের।

বলাবাহুল্য, এএফসি কাপের মতো ফুটবল টুর্নামেন্টে দল আগে অংশগ্রহণ করলেও প্রথমবারের মতো এবার খেলতে নামবে চ্যাম্পিয়নস লিগ। যা নিঃসন্দেহে ইতিহাস। তবে নিজেদের পুরনো ছন্দ বজায় রাখতে এবারও আইএসএল জয়ের পরিকল্পনা রয়েছে তাদের। বলতে গেলে গোটা টুর্নামেন্টে সাফল্য পেয়েই সেলিব্রেশন করতে চান দলের ফুটবলাররা।

সেই মতো অনুশীলন শুরু করে দিয়েছে গোটা দল। ‌অজি ফুটবলার জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস। চুটিয়ে অনুশীলন করলেন সকলেই। পাশাপাশি ভারতীয় ফুটবলারদের ও দেখা যায় স্ব মহিমায়। শিল্ড জয়ের পর, এবার আইএসএল ট্রফি জয় করাই অন্যতম লক্ষ্য তাদের কাছে। কিন্তু এবার ফের অনুশীলনে অনুপস্থিত থাকলেন মোহনবাগান দলের হেডকোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। যদিও কি কারনে তিনি আসেননি তা এখনো স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, নিজের ব্যক্তিগত কাজের দরুন আজ অনুশীলনে আসতে পারেননি দলের হেড স্যার। ‌

অন্যদিকে, আজ আইএসএলের প্লে-অফের লড়াইয়ে মুখোমুখি হয়েছে কেরালা ব্লাস্টার্স এবং ওডিশা এফসি। এই ম্যাচের জয়ীদের সঙ্গে সেমিফাইনাল খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।