Maharashtra: পালিয়েছেন মন্ত্রী সহ ১৩ বিধায়ক, টলমল করছে শিবসেনা-কং জোট সরকার

টলমল করছে। হয়তবা পড়েই যাবে এমনই অবস্থা। মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী পদে উদ্ভব ঠাকরে কে আস্থাভোটের মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে। অ-বিজেপি জোট সরকারটির…

Maharashtra Key Minister Missing With 13 MLAs

টলমল করছে। হয়তবা পড়েই যাবে এমনই অবস্থা। মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী পদে উদ্ভব ঠাকরে কে আস্থাভোটের মুখোমুখি হতে হবে বলে মনে করা হচ্ছে। অ-বিজেপি জোট সরকারটির মন্ত্রী সহ ১৩ জন বিধায়ক পালিয়েছেন!

সূত্রের খবর, এই পলাতক বিধায়করা বিজেপি শিবিরে ঢুকবেন। তারা সবাই গুজরাটে আছেন। সুরাটের একটি বিলাসবহুল হোটেলে তাদের অবস্থান বলে জানতে পারা যাচ্ছে। এই ১৩ জন পলাতক বিধায়কদের নেতা মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে। জানা যাচ্ছে, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবেন। সেখান থেকেই বিরাট ঘোষণা করতে পারেন শিন্ডে।

অভিযোগ, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরের দাপটের কারণে অন্যান্য দফতরগুলিকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না। সেকারণেই শিবসেনার মধ্যে ভাঙন ধরেছে। আর তাতেই সরকার রক্ষা করতে হিমশিম খাচ্ছে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোট মহাবিকাশ আগাধি সরকার।

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশের মতো উদ্ধব ঠাকরের সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি। কিন্তু শিবসেনার কর্মীরা দলের প্রতি অনুগত। তাই এটা হবে না বলেও মনে করছেন তিনি।

গত সোমবার থেকেই ক্রস ভোটিং করে শোরগোল ফেলে দেন একনাথ শিন্ডে। বিধানপরিষদ সদস্য নির্বাচনে শিবসেনা ১১ ভোট হেরেছে এবং বিজেপি প্রার্থী প্রসাদ লাড জিতেছেন। পরাজিত হন কংগ্রেস প্রার্থী চন্দ্রকান্ত হান্ডোরে। এরপরে শিন্ডে এবং তার সমর্থকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সঞ্জয় রাউত আরও জানিয়েছেন, একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এখনই বিশেষ কিছু বলতে চান না তাঁরা। এবিষয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, কিছু বিধায়কের সঙ্গে কথা হয়েছে অনেকে বিধায়ক ফিরে আসতে চাইছেন। কিন্তু তাঁদের ফেরত পাঠানো হচ্ছে না।

অন্যদিকে, সরকার বদলের ইঙ্গিত পেয়েই অমিত শাহের সঙ্গে সাক্ষাতে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।