অনুব্রতর মতো অসুস্থ হয়েও রক্ষে নেই, সিবিআই জালে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক দুর্নীতির মামলায় জেল হেফাজতে পাঠানো হল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখকে (Anil Deshmukh)। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে মুম্বইয়ের আর্থার রোড জেলে রাখা…

former Maharashtra Home Minister Anil Deshmukh

আর্থিক দুর্নীতির মামলায় জেল হেফাজতে পাঠানো হল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখকে (Anil Deshmukh)। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে মুম্বইয়ের আর্থার রোড জেলে রাখা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অভিযোগ, জেল-হাজত এড়াতেই এতদিন হাসপাতালে ভর্তি ছিলেন দেশমুখ। মঙ্গলবার হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়। তারপরেই এনসিপি নেতাকে গ্রেফতার করে পাঠানো হল জেলে। তবে কতদিনের জন্য তাঁকে জেল হেফাজতে রাখা হবে তা নিয়ে কোনও উত্তর মেলেনি।  এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে অপর একটি মামলায় দেশমুখকে গ্রেফতার করেছিল ইডি।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় আগেই দেশমুখের ঘনিষ্ঠ তিন সহযোগীকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। এদের মধ্যে আছেন দেশমুখের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কুন্দন শিন্ডে এবং সেক্রেটারি সঞ্জীব পালান্ডে। বোম্বে হাইকোর্ট এই দুই জনের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল।

দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে দেশমুখকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি আগেই জানিয়েছিল সিবিআই। সিবিআইয়ের আবেদনে সম্মতিও দিয়েছিল বিশেষ আদালত। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান দেশমুখ। বোম্বে হাইকোর্টও দেশমুখের আর্জি খারিজ করে দেয়। জামিনের আর্জি খারিজ হওয়ায় দেশমুখ বুঝে যান, তাঁর গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা। এরপরই তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান। এমনটাই দাবি করেছে সিবিআই।

মুম্বইয়ের জে জে সরকারি হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি হয়েছিলেন দেশমুখ। মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তারপরেই তাঁকে গ্রেফতার করল সিবিআই।