Nupur Sharma: দেশে কিছু ঘটলে তার জন্য দায়ী থাকবে বিজেপি, মন্তব্য শিবসেনার

হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন বিজেপির দুই মুখপাত্র। সাসপেন্ড করা হয়েছে বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দালকে। যদিও এহেন ঘটনাকে ঘিরে…

হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন বিজেপির দুই মুখপাত্র। সাসপেন্ড করা হয়েছে বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দালকে। যদিও এহেন ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা শুরু হয়েছে দেশজুড়ে। এদিকে আল কায়দা জঙ্গিরা ভারতের একাধিক জায়গায় হামলায় হুঁশিয়ারি দিয়েছে, যা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন গোয়েন্দারা। এবার এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হল শিবসেনা।

বৃহস্পতিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘দেশে এতদিন সবকিছুই ঠিক ছিল কিন্তু বিজেপির দুই মুখপাত্র দুই ধর্মের মধ্যে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছেন। যদি এই দেশে কিছু হয় তার জন্য দায়ী থাকবে শুধু বিজেপি। আমরা আমাদের কাজ করে যাবো কিন্তু যারা এই ধর্মীয় বিশ্বাসে আঘাত আনছে তাঁদের কবে চোখ খুলবে?’

প্রসঙ্গত, গুজরাট, উত্তর প্রদেশ, মুম্বাই ও দিল্লিতে আত্মঘাতী হামলার হুমকি দিয়ে আল কায়েদা বলে এটা ‘আমাদের নবীর মর্যাদার জন্য লড়াই’ । এতে সতর্ক করে বলা হয়, “গেরুয়া জঙ্গিরা এখন দিল্লি, বোম্বে এবং ইউপি ও গুজরাটে তাদের সমাপ্তির জন্য অপেক্ষা করা উচিত।

বর্তমানে বরখাস্ত হওয়া বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের উল্লেখ করে একিউআইএস বলেছে, তিনি ভারতীয় টিভি চ্যানেলে নবী ও তার স্ত্রীকে ‘সবচেয়ে জঘন্য ও খারাপ ভাবে’ অপমান ও নিন্দা করেছেন।