Lata Mangeshkar: পার্থিব শরীর অঙ্গার, সুরধ্বনি বলল রহে না রহে হম

হামকো মিলি হ্যায় আজ ইয়ে গলিয়াঁ নসিব সে জি ভরকে দেখ লিজিয়ে হামকো করিব সে… রবিবারের গোধূলি বেলায় শিবাজি পার্ক ময়দান থেকে বিশ্বজুড়ে অনুরণন সুর…

হামকো মিলি হ্যায় আজ ইয়ে গলিয়াঁ নসিব সে
জি ভরকে দেখ লিজিয়ে হামকো করিব সে… রবিবারের গোধূলি বেলায় শিবাজি পার্ক ময়দান থেকে বিশ্বজুড়ে অনুরণন সুর সম্রাজ্ঞীর গাওয়া এই গান। লতা মঙ্গেশকরকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানাল দেশ। জাতীয় পতাকায় ঢেকে শেষ বিদায় জানানো হল সুর সাম্রাজ্ঞীকে (Lata Mangeshkar) । পরিবারের সদস্যরা সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বোন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।

শিবাজি পার্কে একের পর এক সুর সাম্রাজ্ঞীর গান বাজে গান। সাড়ে ছ‘টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন শাহরুখ খান, সচিন তেণ্ডুলকর সহ অনেকে। পুষ্পা্র্ঘ দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুর সম্রাজ্ঞীর শেষকৃত্যের জন্য শিবাজি পার্কের প্রায় ২ হাজার বর্গফুট জায়গায় ব্যারিকেড করা হয়।

ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, অনুপম খের, সঞ্জয় লীলা বনশালি সহ অনেকেই তাঁর প্রভু কুঞ্জের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। লতা মঙ্গেশকরের শেষকৃত্যের জন্য শিবাজি পার্ককে ফুল দিয়ে সাজানো হয়। শিবাজি পার্কে উপস্থিত হয় পুলিশ ও ভারতীয় নৌসেনা। মিলিটারির গাড়িতে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় শিবাজি পার্কে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো তাঁর।

করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। ৮ জানুয়ারি ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার হল তাঁর। প্রয়াত হন সুর সম্রাজ্ঞী। কিংবদন্তী গায়িকার প্রয়াণে সোমবার পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গে অর্ধদিবস ছুটি। দুদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।