Maharashtra: মমতার দেখানো পথে হেঁটে অধিকৃত কৃষিজমি কৃষকদের ফেরাবে মহারাষ্ট্র সরকার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে চলেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, রায়গড়া জেলায় শিল্পের জন্য অধিগ্রহণ করা জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হবে।…

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে চলেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, রায়গড়া জেলায় শিল্পের জন্য অধিগ্রহণ করা জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হবে। দীর্ঘ প্রায় দেড় দশক আগে মহারাষ্ট্রের কৃষকদের কাছ থেকে প্রায় দেড় হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। শিল্পতালুক গঠনের জন্য ওই জমি নেওয়া হয়েছিল। কিন্তু দেড় দশকেও সেই জমিতে কোনও শিল্প গড়ে ওঠেনি।

শিল্প গড়ার নামে জমি নিয়ে দীর্ঘদিন ফেলে রাখায় আদালতের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। তবে আদালত কোনও নির্দেশ জারি করার আগেই মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই বিধানসভায় জানালেন, অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। মাস তিনেকের মধ্যেই জমির মালিকদের জমি ফিরিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে মহারাষ্ট্রের তৎকালীন কংগ্রেস সরকার শিল্প গঠনের জন্য মহারাষ্ট্রের রায়গড়া জেলায় দেড় হাজার একর জমি অধিগ্রহণ করেছিল। অধিগৃহীত জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলে জানানো হয়েছিল। ওই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল মহা মুম্বই এসইজেড। সে সময়ে দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। রাজ্যে দ্রুত শিল্পায়নের লক্ষ্যেই ওই প্রকল্পটির শুরু করেছিল মহারাষ্ট্র সরকার। যদিও রায়গড়া জেলার কৃষকরা জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন। যদিও সেই প্রতিবাদ আন্দোলন কখনওই বাংলার সিঙ্গুরের চেহারা নেয়নি। তবে কৃষকদেরও সেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন মেধা পাটকরের মত সমাজসেবী এবং বলিউডের বেশ কিছু তারকা। প্রবল চাপে পড়ে তৎকালীন কংগ্রেস সরকার জমি অধিগ্রহণের বিষয়ে গণভোট নেয়। কিন্তু সেখানেও চাষিদের পক্ষেই বিপুল ভোট পড়ে। প্রতিবাদের কারণে জমি নিয়ে আর অগ্রসর হয়নি মহারাষ্ট্র সরকার।

তবে ২০০৮ সালে অধিগৃহীত সেই জমি আজও ব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সে কারণে চাষিরা জমি ফেরত পেতে আদালতের দ্বারস্থ হন। তবে আদালতে ফয়সালা হওয়ার আগেই মহারাষ্ট্র সরকার অবশ্য কৃষকদের পক্ষে কথা বলল। রাজ্য সরকার জানিয়ে দিল, অধিগৃহীত জমি মাস তিনেকের মধ্যেই কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, সিঙ্গুরের পর মহারাষ্ট্র হল দ্বিতীয় রাজ্য যেখানে শিল্পের জন্য অধিগৃহীত বিপুল পরিমাণ জমি জমির মালিকদের ফিরিয়ে দেওয়া হতে চলেছে।