ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিল, ১১ বছরের মেয়েকে খুনের অভিযোগ মা-এর বিরুদ্ধে

মুম্বই: প্রায় ১০ বছর ধরে মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল৷ খেতেন একাধিক ওষুধ৷ স্বামী ও ১১ বছরের মেয়ে নিয়ে তাঁর সংসার৷ সম্প্রতি তিনি ওষুধ খাওয়া বন্ধ…

Murder in howrah

মুম্বই: প্রায় ১০ বছর ধরে মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল৷ খেতেন একাধিক ওষুধ৷ স্বামী ও ১১ বছরের মেয়ে নিয়ে তাঁর সংসার৷ সম্প্রতি তিনি ওষুধ খাওয়া বন্ধ করে দেন৷ সেই কথা ঘুণাক্ষরেও জানতে পারেননি তাঁর স্বামী৷ তাই তার জেরে বৃহস্পতিবার রাতে ঘটে গেল হাড়হিম করা ঘটনা৷

১১ বছরের মেয়েকে গলায় ওড়ানার ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল মা-এর বিরুদ্ধে৷ এরপর তিনি নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন৷ কিন্তু তিনি প্রাণে বেঁচে যান৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বোরিভালি এলাকায়৷ কস্তুরবা থানার পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে৷

জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিভালি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা, মেয়ে সহ স্বামী৷ বৃহস্পতিবার রাতে বাবা, মা ও মেয়ে তিনজনে একসঙ্গে বসে রাতের খাবারও খেয়েছিল৷ এর কিছুক্ষণ পর ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে একটি ঘরে ভিতর চলে যান৷ ভিতর থেকে দরজা বন্ধ করে দেন৷ সেই সময় মেয়েটির বাবা ছিলেন ওই তিন কামড়ার ফ্ল্যাটের বসার ঘরে৷

মেয়েটির বাবা জানান, মেয়ের চিৎকার শুনতে পেয়ে বন্ধ ঘরের সামনে যান৷ স্ত্রীকে দরজা খুলতে বললেও তিনি খোলেননি৷ এরপরই তিনি কস্তুরবা থানায় খবর দেন৷ পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভাঙেন৷ পুলিশ সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন মহিলা৷ আর তাঁর পাশে গলায় ওড়না জড়ানো অবস্থায় পড়ে রয়েছে তাঁর মেয়ে৷

সঙ্গে সঙ্গে মা-মেয়েকে নিকটবর্তী শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা ১১ বছরের মেয়েকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে তার মাকে রক্ষা করা গিয়েছে৷ ওই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর৷ মহিলার বিরুদ্ধে আপাতত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷