Indian Super League : ৮ ম্যাচে ৫ জয়, খালিদের হাতে পড়ে বদলে গিয়েছে জামশেদপুর এফসি

হাইপ্রোফাইল বিদেশি কোচ যেটা করতে পারেননি, সেটাই করে দেখাচ্ছেন খালিদ জামিল (Khalid Jamil)। ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League) ক্রম তালিকার নীচের দিকে থাকা জামশেদপুর…

Khalid Jamil appoint as Jamshedpur FC coach

হাইপ্রোফাইল বিদেশি কোচ যেটা করতে পারেননি, সেটাই করে দেখাচ্ছেন খালিদ জামিল (Khalid Jamil)। ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League) ক্রম তালিকার নীচের দিকে থাকা জামশেদপুর এফসি (Jamshedpur FC) বদলে গিয়েছে খালিদের হাতে পড়ে। শেষ আট ম্যাচের পাঁচটিতে জিতেছে জামশেদপুর এফসি। পরাজয় একটি মাত্র ম্যাচে। 

স্কট কুপারের কাঁধে দায়িত্ব দিয়ে এবারের মরসুম শুরু করেছিল জামশেদপুর এফসি। ডিফেন্স লাইনকে আঁটোসাঁটো করার চেষ্টা করেছিলেন তিনি। তাতে কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত বিদায়। বাকি মরসুমের জন্য কোচ করে নিয়ে আসা হয় খালিদ জামিলকে। 

গতকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে ৪-০ গোলে জিতেছে জামশেদপুর এফসি। আন্তর্জাতিক মানের দুটো গোল করেছেন জেরেমি মানজোরো। একটি করে গোল করেছেন ড্যানিয়েল চিমা চুকুউ ও সমান। বড় ব্যবধানে জয় পেয়ে তৃপ্ত খালিদ জামিল। 

ম্যাচের পর তিনি বলেছেন, “আমরা প্রতিটি ম্যাচে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। একবারে একটি খেলায় মনোনিবেশ করি আমরা। এবার ফোকাস পরের হোম ম্যাচের দিকে, যেখানে একটি জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় পয়েন্টের সংখ্যা আমি গণনা করিনি; আমার ফোকাস সামনের ম্যাচের দিকে।” জামশেদপুর এফসির পরের আইএসএল ম্যাচ ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে, আগামী ২২ ফেব্রুয়ারি।

“সব খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছে, সুযোগগুলো কাজে লাগিয়েছে এবং সম্ভব হলে গোল করেছে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল রেহেনেশের পেনাল্টি সেভ। আমাদের কামব্যাক আরো সহজ হয়েছিল ম্যাচে। দ্বিতীয়ার্ধে জেরেমির অসাধারণ দুটি ফ্রি-কিক গোলও আমাদের উপকৃত করেছে।”