শিল্ড জয়ের আরও কাছে, আজ জয় পেলেই ISL শীর্ষে চলে যাবে মোহনবাগান

ISL Standings: ডুরান্ড কাপ জয় দিয়ে এবারের এই ফুটবল মরশুম শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পর ফাইনালে তারা পরাজিত করে…

Mohun Bagan Gears Up for Victory Against Chennaiyin FC

ISL Standings: ডুরান্ড কাপ জয় দিয়ে এবারের এই ফুটবল মরশুম শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পর ফাইনালে তারা পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে। সেখান থেকেই চূড়ান্ত সাফল্য। পরবর্তীতে সেই ধারা বজায় থাকে ইন্ডিয়ান সুপের লিগে। সেখানে প্রথম ম্যাচেই তারা পরাজিত করে এবারের নতুন দল পাঞ্জাব এফসিকে। তারপর হায়দরাবাদ হোক কিংবা জামসেদপুর, সবার বিপক্ষেই সহজ জয় তুলে নিতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। তাই অনায়াসেই পয়েন্ট টেবিলের উপরের দিকে নিজেদের ধরে রেখেছিল শুভাশিসরা। কিন্তু পরবর্তীতবের কিছুটা চাপে পড়ে যেতে হয়েছিল তাদের।

শক্তিশালী ওডিশা এফসি থেকে শুরু করে মানালো মার্কেজের এফসি গোয়ার মত দলের বিপক্ষে বারংবার আটকে যেতে হয়েছিল তাদের। এমনকি জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের কাছে পরাজিত হয়েই এএফসি কাপের মতো ফুটবল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল মোহনবাগান দলকে।

যারফলে, একটা সময় পয়েন্ট টেবিলের বেশ কিছুটা নেমে যেতে হয়েছিল মেরিনার্সদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। এই পরিস্থিতিটে দলের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দোকে ছাঁটাই করে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় বাগানের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে। বলাবাহুল্য, তার হাত ধরেই নিজেদের পুরনো ছন্দে ফিরে আসে মোহনবাগান ব্রিগেড।

আইএসএলের দ্বিতীয় লেগে এখনো পর্যন্ত বজায় রয়েছে সেই একই ধারা। নিজেদের পুরনো ছন্দ বজায় রেখেই তারা পরাজিত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে। বর্তমানে ১৮ ম্যাচ খেলে এখনো পর্যন্ত প্রায় ৩৯ পয়েন্ট সংগ্রহ করেছে মোহনবাগান। এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও আজকের এই ম্যাচে জয় পেলে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে ময়দানের এই প্রধান দল। সেক্ষেত্রে শিল্ড জয়ের ক্ষেত্রে আরও কিছুটা এগিয়ে যাবে গতবারের আইএসএল জয়ীরা।