Hyderabad FC: দর্শক আসনে আসছে বদল, সমর্থকদের জন্য বিশেষ নির্দেশ হায়দরাবাদের

এই আইএসএল মরশুমে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। শুরু থেকেই একের পর এক ম্যাচে মিলেছে শুধুই পরাজয়। যা নিয়ে প্রথম থেকেই হতাশ দলের…

Hyderabad FC Fans

এই আইএসএল মরশুমে একেবারেই ছন্দে নেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। শুরু থেকেই একের পর এক ম্যাচে মিলেছে শুধুই পরাজয়। যা নিয়ে প্রথম থেকেই হতাশ দলের সমর্থকরা। আসলে গত সিজেন থেকেই বিরাট অর্থনৈতিক সমস্যায় ভুগছে দল। যারফলে, মরশুম শেষেই দল ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন একাধিক দাপুটে ফুটবলার।

তার প্রভাব ও এসেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাবে। তবুও এতো কিছুর পরেও এই মার্চ মাসের শুরুতে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে থাংবোই সিংতোর ছেলেরা। তারা পরাজিত করে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিকে। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। এই জয় দলের ফুটবলারদের যে বাড়তি অক্সিজেন দেবে না বলাই চলে।

আগামীকাল হায়দরাবাদ এফসিকে লড়াই করতে হবে এই ফুটবল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ক্লাব মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে। বর্তমানে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে পেট্রো ক্রাটকির মুম্বাইসিটি। এই ম্যাচে জয় পেলে লিগশিল্ড জয়ের লড়াইয়ে থাকবে মুম্বাই। অন্যদিকে, এই ম্যাচ জিতে এই ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নেওায়ার পরিকল্পনা রয়েছে নিজামের শহরের এই ফুটবল ক্লাবের। তবে এই ম্যাচের জন্য কিছুটা হলেও কমানো হচ্ছে দর্শক সংখ্যা।

গত কয়েকদিন আগেই জানানো হয়েছিল যে এবার নতুন রূপে সেজে উঠছে হায়দরাবাদের হোম গ্রাউন্ড। পুরনো সমস্ত কিছু বদলে নতুন ধরনের বাকেট চেয়ার বসতে চলেছে গোটা মাঠ জুড়ে। যা নিঃসন্দেহে নজর কাড়বে দলের সমর্থকদের। যার দরুন এবার নতুন রূপ পেতে চলেছে গাচিবাউলি স্টেডিয়াম। বিশেষ চেয়ার বসতে চলেছে এই ফুটবল মাঠে।

যা এখন বাকি রয়ে গিয়েছে আংশিকভাবে। তাই আসন্ন মুম্বাই ম্যাচের আগে দলের সমর্থকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে হায়দরাবাদ ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী,আগামীকালের এই ম্যাচের জন্য ওনার লাউঞ্জের পাশাপাশি ভিআইপি এবং প্রিমিয়ার স্ট্যান্ডেই দর্শকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।

সেইজন্য, স্টেডিয়ামের এ,বি, এবং সি গেট খুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে মুম্বাই দলের সমর্থকদের জন্য ‘এ’ গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে, হায়দরাবাদের সমর্থকদের জন্য ‘বি’ এবং ‘সি’ গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। বলাবাহুল্য, এই ম্যাচে মুম্বাই জয় পেলে বেশ কিছুটা চাপে চলে আসবে মোহনবাগান।