East Bengal FC : হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে খেলবেন না ইস্টবেঙ্গলের এই ফুটবলাররা

বারো বছরে প্রথম ট্রফি জয়ের পর নতুন আশা নিয়ে আইএসএল (Indian Super League) ২০২৩-২৪ মরসুমের দ্বিতীয়ার্ধে ফিরে আসে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে লাল হলুদ…

Northeast United- East Bengal

বারো বছরে প্রথম ট্রফি জয়ের পর নতুন আশা নিয়ে আইএসএল (Indian Super League) ২০২৩-২৪ মরসুমের দ্বিতীয়ার্ধে ফিরে আসে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তবে লাল হলুদ ব্রিগেডের জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। চোট আঘাত সমস্যার পাশাপাশি রয়েছে কার্ড সমস্যা। 

মুম্বই সিটি এফসি (Mumbai City FC)-র বিরুদ্ধে তাদের সাম্প্রতিকতম ম্যাচে এই তালিকায় আরও কার্ড সমস্যা যুক্ত হয়েছে। মুম্বই সিটি এফসির বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন মাহের হিজাজি, নাওরেম মহেশ সিং ও লালচুংনুঙ্গা। এর ফলে হিজাজির হলুদ কার্ডের সংখ্যা দাঁড়াল তিনটিতে। তবে নাওরেম ও লালচুংনুঙ্গার চারটি হলুদ কার্ড দেখে সাসপেনশন থাকবে।

ফলে ১৭ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না দুজনই। আগের দুই ম্যাচে সাসপেনশন কাটিয়ে মুম্বই ম্যাচে মিডফিল্ডকে সাহায্য করতে ফিরেছিলেন সৌভিক চক্রবর্তী। অন্যদিকে এই ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন অধিনায়ক ক্লেইটন সিলভা।

পরের ম্যাচে ফিরে আসতে পারেন ক্লেইটন। তবে এই ম্যাচে সাউল ক্রেসপো ও হোসে পার্দোকে মিস করবে ইস্টবেঙ্গল। ক্রেসপোর চোট বেশ গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তাঁর ফেরা নিয়ে সংশয় রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন পার্দো।

কোচ নবাগত ফেলিসিও ব্রাউন ফোর্বসকে মুম্বইয়ের বিপক্ষে মাঠে নামিয়েছিলেন। অন্যদিকে কোচ ভিক্টর ভাসকেজকে পরিবর্ত ফুটবলার হিসেবে শুরু করেছিলেন। ধীরে ধীরে তাঁকে আরও বেশি খেলার সময় দিচ্ছেন এবং ফিটনেসের দিকে নজর রাখছেন কোচ। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতি নিশ্চিতভাবেই কোচ কুয়াদ্রাতের জন্য সমস্যা তৈরি কর

তে চলেছে।