ভারত দূষণের শীর্ষে, বিজেপি শাসিত রাজ্যগুলির করুণ চিত্র

বিশ্বের দূষিততম প্রথম ১০০ টি শহরের মধ্যে ৬৩টির অবস্থান ভারতে। ভারতের দূষিত শহরগুলির মধ্যে যেমন রয়েছে রাজধানী দিল্লি তেমনই উত্তরপ্রদেশ ও হরিয়ানার একাধিক শহরও দূষিত…

বিশ্বের দূষিততম প্রথম ১০০ টি শহরের মধ্যে ৬৩টির অবস্থান ভারতে। ভারতের দূষিত শহরগুলির মধ্যে যেমন রয়েছে রাজধানী দিল্লি তেমনই উত্তরপ্রদেশ ও হরিয়ানার একাধিক শহরও দূষিত শহরের এই তালিকায় স্থান পেয়েছে। দূষিত শহরগুলির তালিকায় একেবারে প্রথম স্থানে রয়েছে রাজস্থানের বিভাদি। সুইডেনের সংস্থা আইকিউ এআইআর এই তালিকা তৈরি করেছে।

সদ্য প্রকাশিত তালিকায় দূষিত শহরগুলির অর্ধেকেরও বেশি উত্তরপ্রদেশ ও হরিয়ানায়। বিশ্বের প্রথম ১০টি দূষিততম শহরের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে যথাক্রমে রাজস্থানের বিভাদি ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। তৃতীয় স্থান পেয়েছে চিনের শিনজিয়াংয়ের হোটান। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ও উত্তরপ্রদেশের জনপুর। সপ্তম ও দশম স্থানে রয়েছে নয়ডা ও উত্তরপ্রদেশের বাগপত। এই তালিকার ১১-১৫ পর্যন্ত সবকটি শহরই ভারতের। স্পষ্ট করে বললে সবকটি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও হরিয়ানার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী কোনও শহরে বায়ু দূষণের মাত্রার বার্ষিক গড় প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রাম থাকা দরকার। কিন্তু ভারতে সবকটি শহরেই এই দূষণের মাত্রা নির্ধারিত মাত্রার থেকে প্রায় ১৫ গুণ বেশি। রাজস্থানের বিভাদিতে বার্ষিক দূষণের পরিমাণ ১০৬.২ এবং গাজিয়াবাদে ১০২ মাইক্রোগ্রাম। রাজধানী দিল্লিতে দূষণের পরিমাণ ৯৬.৪। গত বছরের তুলনায় দিল্লিতে এবার ১৪.৬ শতাংশ দূষণ বেড়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহরের তখমা এবারও পেল দিল্লি। এই নিয়ে পরপর দুবার দিল্লি বিশ্বের দূষিততম রাজধানী শহর হিসেবে চিহ্নিত হল। তবে দূষিততম শহরের এই তালিকায় দিল্লি এবার ৪ নম্বরে।

এই তালিকা থেকে জানা গিয়েছে, একমাত্র চেন্নাই ছাড়া দেশের সবকটি মেট্রো শহরে দূষণের পরিমাণ ২০২১ সালের তুলনায় ১০ গুণ বেড়েছে। এই তালিকা থেকে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দূষিত ১৫ টি শহরের মধ্যে ১১টির অবস্থান ভারতে। দেশের প্রতিটি শহরের পরিস্থিতিই অত্যন্ত আশঙ্কাজনক। হু দূষণের যে মাত্রা বেঁধে দিয়েছে দেশের ৪৮ শতাংশ শহরেই দূষণ সেই নির্ধারিত মাত্রার থেকে ১০ গুণ বেশি। এদিন দূষিত শহরগুলির তালিকা প্রকাশ হওয়ার পর পরিবেশবিদরা সকলেই বলেছেন, জনস্বাস্থ্যের কথা ভেবে অবিলম্বে সরকারকে দূষণ কমানোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। দূষণ কমানোর জন্য অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে অচিরেই বড় বিপদের আশঙ্কা রয়েছে।

প্রকাশিত তালিকায় বাংলাদেশের ঢাকা, তাজাকিস্তানের দুশানবে, ওমানের ম্যাসকটের মত শহরের নামও রয়েছে।