SKM: অগ্নিপথের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভে নামবে কিষাণ মোর্চা

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে মুখর দেশের যুব সমাজ। একাধিক রাজ্যে চলছে বিক্ষোভ কর্মসূচি। এবার অগ্নিপথের বিরুদ্ধে বিরোধ দিবসের ঘোষণা করল (SKM) সংযুক্ত কিষাণ…

farmers call off their agitation

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে মুখর দেশের যুব সমাজ। একাধিক রাজ্যে চলছে বিক্ষোভ কর্মসূচি। এবার অগ্নিপথের বিরুদ্ধে বিরোধ দিবসের ঘোষণা করল (SKM) সংযুক্ত কিষাণ মোর্চা। আগামী ২৪ জুন চলবে এই কর্মসূচি৷

সারা দেশজুড়ে জেলা সদর দফতর গুলিতে শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে৷ সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, কৃষক আন্দোলনের বদলা নিতেই অগ্নিপথ প্রকল্প এনেছে সরকার৷ যা কৃষক বিরোধী, জওয়ান বিরোধী এবং রাষ্ট্র বিরোধী। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আবেদন, সমস্ত যুব, জনসংগঠন এবং রাজনৈতিক দলগুলি এই কর্মসূচিতে অংশগ্রহণ করুক৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সোমবার হরিয়ানার কারনালে ৭ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত মোর্চা। তাঁদের বক্তব্য ‘জয় জওয়ান এবং জয় কিষান’ স্লোগানকে নষ্ট করতে তৎপর হয়েছে এই সরকার৷ তাই ২৪ জুন অগ্নিবীরের ভর্তির শুরুর দিনেই এই কর্মসূচি নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। ওইদিন “জয় জওয়ান, জয় কিষাণ” স্লোগানকে সামনে রেখেই জেলা দফতরে স্মারকলিপি জমা দেবে এসকেএম সদস্যরা৷

উল্লেখ্য, এর আগে কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে দীর্ঘ আন্দোলনে শামিল হয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চা। চাপের মুখে নতিস্বীকার করে সরকার৷ তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার৷ কিন্তু ফসলের নূন্যতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে এখনও বারবার সরব হতে দেখা গেছে কৃষক সংগঠনকে। তাই কেন্দ্রের নতুন প্রকল্পের বিরুদ্ধে সরব হতে চায় তাঁরা৷

সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, সরকারের তরফে ইতিবাচক সিদ্ধান্ত না নে নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হবে সংযুক্ত কিষাণ মোর্চা। ৩ জুলাই গাজিয়াবাদের বৈঠকে নির্ধারিত হবে পরবর্তী কর্মসূচি।