জেএনইউয়ের প্রথম মহিলা উপাচার্যের ট্যুইট ঘিরে তীব্র বিতর্ক

মাত্র ২৪ ঘন্টা আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতকে। কিন্তু এই নিয়োগের সঙ্গে সঙ্গেই উঠে এসেছে…

মাত্র ২৪ ঘন্টা আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতকে। কিন্তু এই নিয়োগের সঙ্গে সঙ্গেই উঠে এসেছে একাধিক বিতর্ক। নতুন উপাচার্যের কিছু ট্যুইট ঘিরেই এই বিতর্ক তৈরি হয়েছে।

আগে একাধিক বিতর্কিত ট্যুইট করেছেন শান্তিশ্রী। ট্যুইটে মহাত্মা গান্ধীর হত্যাকারীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি কৃষক আন্দোলনেরও সমালোচনা করেছেন। কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও। যদিও পরবর্তী ক্ষেত্রে টুইটার হ্যান্ডেল থেকে তাঁর সমস্ত ট্যুইট মুছে দেওয়া হয়। কিন্তু কয়েকটি ট্যুইটের স্ক্রিনশট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শান্তশ্রী করা যে সমস্ত টুইট ভাইরাল হয়েছে তার একটিতে তিনি সোনিয়া গান্ধীকে ইতালির রিমোট কন্ট্রোলে পরিচালিত বলে উল্লেখ করেছেন। মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, নাথুরাম গডসের চিন্তাভাবনা এবং কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্যই এই কাজ করেছিলেন গডসে।

সংখ্যালঘুদের কটাক্ষ করে বলেছেন, এবার অমুসলিমদের জেগে উঠতে হবে। লাভ জিহাদের নাম করে এক সন্ত্রাস চালানো হচ্ছে। এর জবাব দেওয়া প্রয়োজন। পাশাপাশি চিন উইঘুর মুসলিমদের প্রতি যে আচরণ করছে তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। শান্তিশ্রী একটি ট্যুইটে জামিয়া এবং সেন্ট স্টিফেন্স কলেজকে কটাক্ষ করে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অর্থ বরাদ্দ বন্ধ করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য বর্তমানে মহারাষ্ট্রের সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা পদে নিযুক্ত আছেন ৫৯ বছরের শান্তিশ্রী। এই অধ্যাপিকা জেএনইউ-এর প্রাক্তনী। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি করেছেন। কেন্দ্রীয় সরকার তাঁকে আগামী পাঁচ বছরের জন্য জেএনইউ-এর উপাচার্য হিসেবে নিয়োগ করেছে। উল্লেখ্য, রাশিয়াতে জন্ম হলেও শান্তিশ্রী স্কুলের পড়াশোনা করেছেন চেন্নাইতে। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৮৩ সালে ইতিহাস ও সোশ্যাল সাইকোলজিতে স্নাতক হন। প্রথম স্থান অধিকার করে তিনি স্বর্ণপদক পান। তেলুগু,তামিল, সংস্কৃত-সহ ৬ টি ভাষায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কথা বলতে পারেন তিনি।