মালয়েশিয়াকে তেজস হস্তান্তর চূড়ান্ত পর্যায়ে, তৈরি ভারত

মালয়েশিয়ার সঙ্গে তেজস ফাইটার জেটের বড় চুক্তি স্বাক্ষর করেছে ভারত। সেই চুক্তি বাস্তবায়িত হওয়া চূড়ান্ত পর্যায়ে। তেজস একটি অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এটি ভারতের একক…

মালয়েশিয়ার সঙ্গে তেজস ফাইটার জেটের বড় চুক্তি স্বাক্ষর করেছে ভারত। সেই চুক্তি বাস্তবায়িত হওয়া চূড়ান্ত পর্যায়ে। তেজস একটি অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এটি ভারতের একক ইঞ্জিন বিশিষ্ট, ডেল্টা উইং বিশিষ্ট অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান। অত্যাধুনিক প্রযুক্তির এই বিমানটির নকশা, নির্মাণ এবংং যাবতীয় গবেষণা সমস্তটাই তৈরি হয়েছে ভারতে। ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার হয়ে এই অত্যাধুনিক সমাল্টিরোল এই ফাইটার জেটটির নকশা প্রস্তুত করেছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ) এবং হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)।

এটি একটি সুপারসনিক যুদ্ধবিমান কারণ এতে রয়েছে অত্যাধুনিক মানের গ্লাস ককপিট, পাশাপাশি রয়েছে অত্যাধুনিক উপগ্রহ নির্ভর নেভিগেশন সিস্টেম, যা নির্ভুলভাবে কাজ করে। এটি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট প্রোগ্রাম থেকে এসেছে, যা ১৯৮০-র দশকে শুরু করা হয়েছিল, ভারতের অন্যতম পুরনো মিগ-২১ যুদ্ধবিমান-এর পরিবর্তে ভারতীয় বায়ুসেনায় জায়গা করে নেবে তেজস। এর মধ্যে রয়েছে ফ্লাই-বাই-ওয়্যার ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, রিল্যাক্স স্ট্যাটিক স্টেবিলিটির-র মতো অত্যাধুনিক সব প্রযুক্তি। ফ্লাই-বাই-ওয়্যার ফ্লাইট কন্ট্রোল সিস্টেম-এর সাহায্যে চিরাচরিত ম্যানুয়াল ইন্টারফেসের পরিবর্তে বসানো হয়েছে ইলেকট্রনিক ইন্টারফেস।

এই কারণেই হালকা যুদ্ধবিমান হিসেবে তেজসকে বেছে নিয়েছে মালয়েশিয়া। পুরোনো ফাইটার জেট সরিয়ে তার জায়গা তেজসকে রাখতে চাইছে এই দেশ। জানা গিয়েছে মালয়েশিয়াকে ১৮টি হালকা যুদ্ধ বিমান বা LCA অর্ডার সরবরাহ করবে ভারত।

চিনের জেএফ-১৭ জেট, দক্ষিণ কোরিয়ার এফএ-৫০ এবং রাশিয়ার মিগ-৩৫ এর পাশাপাশি ইয়াক-১৩০-এর কড়া প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও মালয়েশিয়া ভারতীয় বিমানের উপর ভরসা করছে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে একথা জানিয়েছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান আর মাধবন।