নদীয়া: বিজেপি নয়, উপ নির্বাচনেও তৃণমূলেই ভরসা রাখলেন রাজ্যের মানুষ। ইতিমধ্যে বিপুল ভোটে রায়গঞ্জে জিতে গিয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। বাকি আসন যেমন মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণেও জয়ের মুখে তৃণমূল। এসবের মাঝেই শিরোনামে মুকুটমণি অধিকারী (Mukut Mani Adhikari)।
রানাঘাট দক্ষিণেও কিন্তু জয়ের মুখে তৃণমূলের মুকুটমণি অধিকারী। সকাল থেকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি থেকে তৃণমূলে আসা মুকুটমণি। আপাতত তিনি ৩৫,৭৫০ ভোটে এগিয়ে রয়েছেন। আজ নদীয়ায় দাঁড়িয়ে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে প্রার্থী মুকুট মণি অধিকারী বলেন, “সাধারণ মানুষের কাছ থেকে যে ধরনের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি, তা আগামী ৬ দফায় (গণনায়) আমাদের ভোটের ব্যবধান আরও বাড়বে।”
জানা যাচ্ছে, ১৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ৫টি, তৃণমূল ৪টি আসনে, বিজেপি, ডিএমকে, আপ ও জেডিইউ একটি করে আসনে এগিয়ে। হিমাচল প্রদেশের দেরা, নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর আসন এবং মধ্যপ্রদেশের আওয়ারওয়ারা আসনেও এগিয়ে কংগ্রেস।
এছাড়া পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। বিহারের রূপাওলি আসনে এগিয়ে জেডিইউ। হিমাচল প্রদেশের হামিরপুর আসনে এগিয়ে বিজেপি। তামিলনাড়ুর বিক্রাভান্দি আসনে এগিয়ে ডিএমকে।
Bye Election to Assembly Constituencies: Out of 13 Assembly seats, Congress is leading on 5 seats, TMC is leading on 4 seats, BJP, DMK, AAP and JDU are leading on one seat each.
Congress leading on Dehra, Nalagarh seats of Himachal Pradesh. Congress is also leading on Badrinath… pic.twitter.com/fexIPrmZux
— ANI (@ANI) July 13, 2024
#WATCH | Nadia, West Bengal: Mukut Mani Adhikari, TMC bypoll candidate from Ranaghat Dakshin says, ” After 5 rounds of counting, our party is leading in Ranaghat Dakshin constituency with a margin of 13,402 votes…the kind of love and blessings we have got from common people, in… pic.twitter.com/2vCSOiAnqs
— ANI (@ANI) July 13, 2024