মরসুমের প্রথম বড় ম্যাচের অপেক্ষায় বাংলায়। কলকাতা ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল (East Bengal)। তার আগে অন্য একটি ম্যাচে ভাল খেলল লাল হলুদ ব্রিগেড। বিরতির আগেই কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
Anwar Ali Transfer News: আনোয়ার জল্পনা উস্কে দিল খোদ মোহনবাগান
সমান্তরালভাবে দু’টি আলাদা দলের তৈরি রাখছে ইস্টবেঙ্গল। একটি দল খেলছে চলতি কলকাতা ফুটবল লিগের জন্য। অন্য দলকে তৈরি করা হচ্ছে আসন্ন ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগ সহ অন্যান্য টুর্নামেন্টের জন্য। এদিনের প্রস্তুতি ম্যাচে সিনিয়র প্লেয়ারদের দেখে নিয়েছিল ইস্টবেঙ্গল। এই তিন গোলের মধ্যে দু’টি গোল করেছেন নন্দকুমার শেখর, একটি গোল করেছেন সৌভিক চক্রবর্তী।
হাফ টাইমের আগে সিনিয়র ফুটবলারদের মাঠে নামিয়েছিল ইস্টবেঙ্গল। দলের অভিজ্ঞ ফুটবলাররা নিরাশ করেননি। ইস্টবেঙ্গলকে সুবিধাজনক ৩-১ ব্যবধানে লিড এনে দিয়েছিলেন। বিরতির পর ডেভেলপমেন্ট প্রজোক্টে থাকা ফুটবলারদের পরখ করে নিয়েছিলেন কোচ।
𝗣𝗿𝗲-𝘀𝗲𝗮𝘀𝗼𝗻 𝗳𝗿𝗶𝗲𝗻𝗱𝗹𝘆 🆚 𝗞𝗮𝗹𝗶𝗴𝗵𝗮𝘁 𝗠𝗦
We lead 3️⃣-1️⃣ at half-time. Scorers – Nandha (2), Souvik
Starting XI: Kamaludheen (GK), Rakip, Nunga, Gursimrat, Mark Zo, Souvik, Saul, Nandha, Remtluanga Chhangte (on trial), Mahesh, Debojit
We’ll field only… pic.twitter.com/OgoeYP9EIh
— East Bengal FC (@eastbengal_fc) July 13, 2024
Anwar Ali: বির্তকের মধ্যেই এবার মোহনবাগানের নির্দেশ আনোয়ারকে
কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলারদের একাদশ:
কামালউদ্দীন (গোলরক্ষক), রাকিপ, নুঙ্গা, গুরসিমরাত, মার্ক জো, সৌভিক, সাউল, নন্দা, রেন্টলুয়াঙ্গা ছাংতে (ট্রায়ালে), মহেশ, দেবজিৎ।