কর্ণাটকে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ বিমান

ফের ভারতীয় বায়ুসেনার বিমান দুর্ঘটনার কবলে। আজ কর্ণাটকের চমরাজনগরে দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান। জানা গেছে, বিমানটি একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। সঙ্গে…

ফের ভারতীয় বায়ুসেনার বিমান দুর্ঘটনার কবলে। আজ কর্ণাটকের চমরাজনগরে দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান। জানা গেছে, বিমানটি একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়।

বিমানে বায়ুসেনার দুজন ক্রু সদস্য ছিলেন। বিমানটি ভেঙে পড়ার আগেই তাঁরা নিরাপদে প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে আসেন। দুর্ঘটনার জেরে স্থানীয় কারও হতাহতের খবর মেলেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিমান বাহিনীর তরফ থেকে।

প্রসঙ্গত, নিয়ম মাফিক টহল প্রশিক্ষণের জন্য উড়ে গিয়েছিল আকাশে। তবে মাঝপথে গোলযোগ দেখা দিলে বিমানে থাকা দুই পাইলটই বিমান থেকে ইজেক্ট করে যান। নিয়ন্ত্রণহীন ভাবে বিমানটি পরে একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বিমানের ভাঙা যন্ত্রাংশে। স্থানীয়রা দমকল ও প্রশাসনকে খবর দেয়।দমকলকর্মীরা বিমানের আগুন নেভানোর চেষ্টা করেন।

টুইট করে এই ঘটনার বিষয়ে জানানো হয় বয়ুসেনার তরফে। দুর্ঘটনার কারণ জানতে একটি কোর্ট অফ এনকোয়াইরি গঠন করা হয়েছে। বিমানে থাকা দুই পাইলটের সঙ্গে তারা কথা বলবেন।

এর আগে গত ৮ মে ভারতীয় বায়ুসেনার মিগ ২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল রাজস্থানের হনুমানগড় জেলায়। দুর্ঘটনায় তিন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। এর কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টার ভেঙে পড়েছিল। তাতে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছিল।