INC: মোদী সরকারের নিষেধাজ্ঞা উড়িয়ে সংসদ চত্বরে ধর্না

চলতি অধিবেশনেই সংসদ সচিবালয় থেকে জারি করা হয়েছিল সংসদ চত্বরে কোনও বিক্ষোভ দেখানো যাবে না। কিন্তু বাদল অধিবেশনের শুরুতেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদ চত্বরে গান্ধী মুর্তির…

চলতি অধিবেশনেই সংসদ সচিবালয় থেকে জারি করা হয়েছিল সংসদ চত্বরে কোনও বিক্ষোভ দেখানো যাবে না। কিন্তু বাদল অধিবেশনের শুরুতেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদ চত্বরে গান্ধী মুর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস (INC) সহ বিরোধীরা৷ মিছিলের নেতৃত্ব দেন রাহুল গান্ধী।

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব দেব ডিএমকের রাজ্যসভার সাংসদ ত্রিরুচি সিভা। একইসঙ্গে সরব হন সিপিআইএম সাংসদ এলামারাম করিম এবং কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর৷

বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে জানিয়েছেন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সংসদে সরকারকে কোণঠাসা করার পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে জিএসটির বৃদ্ধির নিয়েও সরব হবেন তাঁরা। সংসদ কক্ষের ভিতরে প্রয়োজনে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবেন সাংসদরা৷ একই সুর সিপিআই সাংসদ বিনয় বিশ্বমের গলাতেও।

গতকালই কেন্দ্র সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরগরম হয়েছিল সংসদ। দুই কক্ষের অধিবেশন মুলতুবি রাখতে হয়েছিল লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারপার্সন ভেঙ্কাইয়া নাইডুকে। একই ঘটনা জারি থাকল মঙ্গলবারেও। নিষেধাজ্ঞা সত্ত্বেও সংসদের অন্দরব চলল প্রতিবাদ কর্মসূচি।