Amarnath Yatra:পূণ্যার্থীর সংখ্যা ছাড়াল ২ লক্ষ, বাড়ল মৃত্যু সংখ্যাও

মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ খুইয়েছেন একাধিক মানুষ, নিখোঁজ রয়েছেন আরও একাধিক মানুষ। অনেকেই ধারণা করে নিয়েছিলেন যে এবারের মতো হয়তো বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা…

মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ খুইয়েছেন একাধিক মানুষ, নিখোঁজ রয়েছেন আরও একাধিক মানুষ। অনেকেই ধারণা করে নিয়েছিলেন যে এবারের মতো হয়তো বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। যদিও সেই ঘটনার কয়েকদিনের মধ্যে ফের যাত্রা শুরু হয়ে যায়। জানা যাচ্ছে, বর্তমানে পুণ্যার্থীদের সংখ্যা ২ লক্ষ ছাড়া।

কঠিন আবহাওয়াকে সঙ্গে করেই রেকর্ড পুণ্যার্থীর ঢল নেমেছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) প্রশাসন। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (এসএএসবি) কর্মকর্তারা জানিয়েছেন, ‘সোমবার ১৫,০০০ এরও বেশি ভক্ত পবিত্র গুহাটি পরিদর্শন করেছেন। এ বছর ৩০ জুন যাত্রা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লক্ষাধিক মানুষ এই যাত্রা করেছেন। গতকাল ১৫,৬৪২ জন ভক্ত পবিত্র গুহায় দর্শন করেছিলেন।”

এসএএসবি-র কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার এক তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, যার ফলে প্রাকৃতিক কারণে এখনও পর্যন্ত মারা যাওয়া তীর্থযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। মঙ্গলবার ৪,৮৯৮ জন তীর্থযাত্রীর একটি দল জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প ত্যাগ করে। ব্যাচটিকে দুটি কনভয়ে করে নিরাপত্তা কর্মীরা এসকর্ট করেছিলেন। এই দুটি ব্যাচে, পহেলগাম রুট থেকে ৩০৬২ টি এবং বালতাল হয়ে ১৮৩৬ টি যাচ্ছে।