Manipur Violence: মণিপুরে মহিলাদের নগ্ন করার প্রতিবাদে মোদীর রাজ্যে বনধ! আদিবাসী ক্ষোভ তুঙ্গে

মণিপুরের বিতর্কিত ভিডিও (Manipur Violence) প্রভাব মোদীর রাজ্য গুজরাটে! দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ প্রদর্শিত হলেও গুজরাটে বনধের ডাক দিল আদিবাসী সংগঠনগুলি। জাতিগত সংঘর্ষের রেশ ধরে…

MOdi maniur Manipur Violence: মণিপুরে মহিলাদের নগ্ন করার প্রতিবাদে মোদীর রাজ্যে বনধ! আদিবাসী ক্ষোভ তুঙ্গে

মণিপুরের বিতর্কিত ভিডিও (Manipur Violence) প্রভাব মোদীর রাজ্য গুজরাটে! দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ প্রদর্শিত হলেও গুজরাটে বনধের ডাক দিল আদিবাসী সংগঠনগুলি। জাতিগত সংঘর্ষের রেশ ধরে বিজেপি শাসিত মণিপুরে দুই কুকি আদিবাসী মহিলাকে নগ্ন করে ঘোরানো হয়। এই মুহূর্ত বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রের মোদী সরকারকে। এবার তাঁর নিজের রাজ্যেই আদিবাসী ক্ষোভ তুঙ্গে।

পিটিআই জানাচ্ছে, গুজরাটের উপজাতীয় অঞ্চলে ২৩ জুলাই বনধ পালনের ডাক দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষমতাসীন বিজেপির “ব্যর্থতার” প্রতিবাদে কংগ্রেস এই বনধ সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার গুজরাটের উপজাতীয় অঞ্চলে একটি বনধ পালন করা হবে।

   

গুজরাটে ভারতের তফসিলি উপজাতি (এসটি) জনসংখ্যার প্রায় আট শতাংশ বসবাস করেন। পিটিআই জানাচ্ছে, গুজরাটের বেশ কিছু আদিবাসী সংগঠন মণিপুরে কেন্দ্রীয় সরকারের অবস্থানের প্রতিবাদে বনধের ডাক দিয়েছে। গুজরাটের আদিবাসী নেতৃত্বরা জানিয়েছেন আদিবাসী একতা মঞ্চ সহ বেশ কয়েকটি উপজাতি সংগঠন রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে বনধ পালন করবে।  বনধ সমর্থনের জন্য কংগ্রেসকে অনুরোধ করা হয়। গুজরাট প্রদেশ কংগ্রেস বনধ সম্পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। মণিপুরের পরিস্থিতির জন্য বিজেপি দায়ী বলেছেন গুজরাট প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মনীশ দোশি।

গুজরাটের আদিবাসী নেতা প্রফুল ভাসাভা (যিনি সম্প্রতি আম আদমি পার্টি থেকে পদত্যাগ করেছেন)  বলেছেন, এই বনধের ডাক কোনও একক সংগঠন বা রাজনৈতিক দলের ব্যানারে ঘোষণা করা হয়নি। বিভিন্ন উপজাতি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে ঘোষণা করা হয়েছে।

গত ৩ মে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর থেকে ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মেইতি গোষ্ঠি তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে আন্দোলন শুরু করেছিল। তাদের অবস্থানের প্রতিবাদে কুকি গোষ্ঠি সামিল হয়। গত ৪ মে বুধবার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে মণিপুরে দুই মহিলাকে কয়েকজন পুরুষ নগ্ন করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।